Advertisement
০২ জুন ২০২৪
Virat Kohli

‘বিরাট আবদার’! ইংল্যান্ড ম্যাচের আগে দৃষ্টিহীন ইংরেজ কিশোরীকে কী জবাব দিলেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট কোহলির কাছে আবদার করেন ইংল্যান্ডেরই এক দৃষ্টিহীন কিশোরী। তাঁকে কী জবাব দিয়েছেন কোহলি?

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১৭:০৭
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত। সেই ম্যাচের আগে ইংল্যান্ডেরই এক দৃষ্টিহীন কিশোরী আবদার করল বিরাট কোহলির কাছে। তাঁর সঙ্গে দেখা করতে চায় সে। তার জবাবও দিলেন কোহলি। জানালেন, সুযোগ হলে নিশ্চয়ই দেখা করবেন তিনি।

কিশোরীর নাম এলি। সে কোহলির ভক্ত। ৫ নভেম্বর কোহলির জন্মদিনে একটি ভিডিয়োবার্তা পাঠায় সে। বলে, ‘‘আপনি যা করছেন সেটাই বজায় রাখুন। কারণ, এতে অনেকে অনুপ্রাণিত হয়। আমি আপনাকে দেখতে পাই না। কিন্তু আপনার কথা শুনতে ভালবাসি। আমার খুব আনন্দ হয়। ক্রিকেট মানুষকে অনেক আনন্দ দেয়। আপনার সঙ্গে দেখা করতে চাই।’’

এলির সেই বার্তা পৌঁছয় কোহলির কাছে। তিনি চুপ করে থাকেননি। পাল্টা বার্তায় বলেন, ‘‘তুমি খুব মিষ্টি। তোমার কথা তোমার মতোই মিষ্টি। তোমার জীবনে যে আমি একটু হলেও খুশি আনতে পেরেছি সেটাই আমার বড় প্রাপ্তি। জীবন নিয়ে তুমি খুব ইতিবাচক। এমনটাই থেকো।’’ কোহলি আরও বলেন, ‘‘তোমার জীবনে ভাল হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব খুশি থাকো। ইংল্যান্ডে যখন যাব তখন সুযোগ পেলে আমাদের দেখা হবে। তোমার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’’

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব ভাল ছন্দে রয়েছেন কোহলি। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে ২৪৬ রান করেছেন তিনি। গড় ১২৩.০০। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে কোহলি বুঝিয়ে দিয়েছিলেন যে, এ বারের বিশ্বকাপে কেমন মানসিকতা নিয়ে খেলতে নেমেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একাই দলকে জিতিয়েছিলেন তিনি। করেছিলেন ৫৩ বলে ৮২ রান। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি।

তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান রাননি কোহলি। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি প্রতিযোগিতার তৃতীয় অর্ধশতরান আসে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৬৪ রান করেন তিনি। তাঁকে আউট করতে পারেননি শাকিব আল হাসানরা। অর্থাৎ চারটি ম্যাচের মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই আউট হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই ছন্দেই খেলার চেষ্টা করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli India Cricket T20 World Cup 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE