প্রথম টেস্টে তিনি খেলছেন না ঠিকই, কিন্তু বিরাট কোহলীর প্রস্তুতিতে কোনও খামতি নেই। দীর্ঘদিন তাঁর ব্যাট থেকে বড় রান আসেনি। মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রানের খরা কাটাতে মরিয়া তিনি। তার জন্য পরামর্শ নিচ্ছেন এক ‘বিশেষ’ ব্যক্তিরও।
দিনদুয়েক আগে কোহলীর অনুশীলনে হাজির হয়েছিল একটি বিড়াল। তাকে কোলে নিয়ে ছবিও তুলেছিলেন কোহলী। বৃহস্পতিবার কোহলীকে পরামর্শ নিতে দেখা গেল সঞ্জয় বাঙ্গারকে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ কোহলীর ভুলত্রুটি শুধরে দিলেন। পাশাপাশি তাঁর টেকনিকও ঠিক করে দিলেন। নেটে দীর্ঘক্ষণ কোহলীকে সাহায্য করেছেন বাঙ্গার।
Virat Kohli with Sanjay Bangar this morning pic.twitter.com/qWt9oWuYAK
— Gaurav🕊️ (@Kohli4ever) November 25, 2021
উল্লেখ্য, কোহলীর আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ করা হয়েছে বাঙ্গারকে। ফলে আগামী দিনে এই দু’জনকে ফের জুটি বাঁধতে দেখা যাবে। তার আগে নিজেদের পুরনো সম্পর্ক আর এক বার ঝালিয়ে নিলেন কোহলী।
দ্বিতীয় টেস্ট মুম্বইয়েই হওয়ায় কোহলীকে দলের সঙ্গে অন্য কোথাও পাড়ি দিতে হবে না। কানপুর থেকেই দল মুম্বইয়ে চলে আসবে। প্রথম টেস্টে বিশ্রাম নিয়েছেন কোহলী। দ্বিতীয় টেস্টে অধিনায়কত্বের ব্যাটন উঠবে তাঁর হাতেই।