জীবনের সেরা মুহূর্ত কোনটা? টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আবার নতুন করে ভাইরাল হয়েছে বিরাট কোহলির উত্তর। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় জয়ের পর প্রশ্ন করা হয়েছিল কোহলিকে। চার বছর আগেই বেছে নিয়েছিলেন নিজের জীবনের সেরা মুহূর্ত।
সে বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোটা সিরিজ় খেলতে পারেননি কোহলি। মেয়ে ভামিকার জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার জন্য মাঝ পথে দেশে ফিরে এসেছিলেন। অজিঙ্ক রাহানের নেতৃত্বে বাকি সিরিজ় খেলেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে দলের সিরিজ় জয়ের কয়েক দিন আগেই ভামিকার জন্ম। জোড়া আনন্দের সময় কোহলিকে এক সাংবাদিক প্রশ্ন করেন, কোন অনুভূতিটা বা মুহূর্তটা তাঁর কাছে সেরা।
কোহলি উত্তরে বলেছিলেন, ‘‘আমার মনে হয় না এই দু’টো বিষয়ের মধ্যে তুলনা হতে পারে। নিঃসন্দেহে বাবা হওয়া আমার জীবনের সেরা মুহূর্ত। সারা জীবন সেরাই থাকবে। শুধু আমার নয়, আমাদের দু’জনের (অনুষ্কারও) জীবনেরই সেরা মুহূর্ত। যেটা বলতে চাইছি, সেটা বোঝার জন্য অভিজ্ঞতা থাকা দরকার।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘দলের সঙ্গে সব সময় যোগাযোগ থাকে আমার। ভুলে থাকার প্রশ্নই নেই। এই দলটার জন্য আমি নিজের সব কিছু উজাড় করে দিই। এটাও একটা দারুণ অনুভূতি।’’ কোহলি জানিয়েছিলেন ভামিকার জন্মের সময়ও সব সময় দলের খবর নিতেন। টেস্ট ম্যাচের দিকেও নজর থাকত তাঁর। প্রয়োজনে ফোনেও খেলা দেখতেন।
আরও পড়ুন:
২০১৭ সালে অনুষ্কার সঙ্গে বিয়ে হয় কোহলির। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথম বার বাবা হন কোহলি। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার ছেলে অকায়ের জন্ম হয়।