Advertisement
E-Paper

ইংল্যান্ডে ৭৫৪ রান করেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে পতন শুভমনের! কোন নিয়মে পিছিয়ে গেলেন ভারত অধিনায়ক?

আইসিসি-র সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন শুভমন গিল। যে ব্যাটার পাঁচ টেস্টে ৭৫৪ রান করেছেন, তিনি কী করে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন হল এমন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৫:৪২
cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

বুধবার প্রকাশ্যে এসেছে আইসিসি-র সাম্প্রতিক র‌্যাঙ্কিং। দেখা গিয়েছে, টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন শুভমন গিল। চার ধাপ নীচে নেমেছেন। যে ব্যাটার পাঁচ টেস্টে ৭৫৪ রান করেছেন, তিনি কী করে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এর জন্য দায়ী আইসিসি-র নিয়মই।

ইংল্যান্ড সিরিজ়ে প্রথম বার নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন শুভমন। মনে করা হয়েছিল, এতে তাঁর ব্যাটিংয়ে প্রভাব পড়বে। হয়েছে তার উল্টোটা। নেতৃত্ব তো ভাল দিয়েছেনই। ব্যাট হাতেও সবার আগে এগিয়ে এসেছেন। দু’দেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন।

র‌্যাঙ্কিং তৈরি করার ক্ষেত্রে কাজ করে আইসিসি-র একটি ‘অ্যালগরিদম’। র‌্যাঙ্কিং নির্ণয় করার সময় ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স, ম্যাচের পরিস্থিতি, বিপক্ষের শক্তি এবং ধারাবাহিকতা— ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। শেষ টেস্টে ভারত জিতলেও শুভমন মাত্র ৩২ রান করেছেন। পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে তিনি ছিলেন ৯ নম্বরে। টেস্ট শেষ হতে চার ধাপ পিছিয়ে গিয়েছেন। সেটা হয়েছে রান না পাওয়ার কারণেই।

উল্টোটা হয়েছে যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে। তিনি পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে পিছিয়ে ছিলেন। কিন্তু ওভালে শতরানের কারণে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এবং পঞ্চম টেস্টে শতরান করেছেন যশস্বী। পাঁচ টেস্টে তাঁর মোট রান ৪১১। এই সাফল্যের সুবাদে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় তিন ধাপ উঠে এসেছেন তিনি। ৭৯২ রেটিং নিয়ে তিনি রয়েছেন ক্রমতালিকায় পাঁচ নম্বরে। চার ধাপ পিছিয়ে শুভমন রয়েছেন ১৩ নম্বরে। তাঁর রেটিং ৭২৫। ভাল খেলার সুফল পাননি ঋষভ পন্থও। চার টেস্টে ৪৭৯ রান করে তিনি এক ধাপ পিছিয়ে রয়েছেন আট নম্বরে। পন্থের রেটিং ৭৬৮। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১৬ রান করেও ক্রমতালিকায় পিছিয়ে গিয়েছেন রবীন্দ্র জাডেজাও। দু’ধাপ নেমে তিনি ৩১ নম্বরে। রেটিং ৬১৬। একই দশা লোকেশ রাহুলেরও। তিনি ৫৩২ রান করেও চার ধাপ পিছিয়ে গিয়েছেন। ৫৮৬ রেটিং নিয়ে আছেন ৪০ নম্বরে। অথচ সদ্য সমাপ্ত সিরিজ়ে ভারত রেকর্ড ৩৮০৯ রান করেছে।

ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। তাঁর রেটিং ৯০৮। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। তাঁর রেটিং ৮৬৮। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন বেন ডাকেটও। ৭৪৭ রেটিং নিয়ে ইংল্যান্ডের ওপেনার রয়েছেন ১০ নম্বরে। এক ধাপ পিছিয়ে তিনে কেন উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়কের রেটিং ৮৫৮। চার নম্বরে স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের রেটিং ৮১৬।

টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৮৮৯। ইংল্যান্ডের মাটিতে ২৩ উইকেট নিয়ে সিরাজ উঠে এসেছেন ১৫ নম্বরে। তাঁর রেটিং ৬৭৪। ক্রমতালিকায় এটাই তাঁর সেরা অবস্থান। ২৫ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর রেটিং ৩৬৮। এটাই ক্রমতালিকায় তাঁর সেরা অবস্থান। তবে ছয় ধাপ পিছিয়ে গিয়েছেন আকাশদীপ। ৩৭৪ রেটিং নিয়ে বাংলার জোরে বোলার ৫৭ নম্বরে। ছয় ধাপ পিছিয়ে ৫২ নম্বরে ওয়াশিংটন সুন্দর। তাঁর রেটিং ৩৯৫। ইংল্যান্ড সফরে একটি টেস্টও না-খেলা কুলদীপ যাদব আগের মতোই ক্রমতালিকায় ২৮ নম্বরে রয়েছেন। তাঁর রেটিং ৫৯২। তিন ধাপ পিছিয়ে ১৭ নম্বরে জাডেজা। তাঁর রেটিং ৬৫৯।

Shubman Gill Yashasvi Jaiswal ICC Ranking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy