ওভালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে তৃতীয় এক দিনের ম্যাচ শুরু হতে দেরি হল। লন্ডনের ব্যস্ত ট্র্যাফিকে আটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ়ের টিম বাস। ফলে মাঠে যেতে দেরি হয় ক্রিকেটারদের। একই কারণে বাধ্য হয়ে সাইকেল চালিয়ে মাঠে যান ইংল্যান্ডের কয়েক জন ক্রিকেটার।
তিন ম্যাচের সিরিজ়ে প্রথম দুটো ম্যাচ জিতে আগেই সিরিজ় জিতে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। ওভালে খেলা শুরুর আগে দর্শকেরা পৌঁছে গেলেও দু’দলের ক্রিকেটারদের দেখা যাচ্ছিল না। তার পরেই ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল সমাজমাধ্যমে জানায়, যানজটে আটকে গিয়েছে তারা। ফলে মাঠে যেতে দেরি হবে তাদের।
মাঠে দেরিতে পৌঁছানোর ফলে খেলার আগে অনুশীলনও করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। সরাসরি খেলতে নেমে পড়েন তাঁরা। ইংল্যান্ডের ক্রিকেটারেরা অবশ্য অনুশীলন করেছেন। যানজট দেখে আগেই সাইকেল ভাড়া করে মাঠে চলে যান তাঁরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হ্যারি ব্রুক, জস বাটলার, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস সাইকেল চালিয়ে মাঠে যাচ্ছেন। তাঁদের দেখে অবাক হয়ে যান পথচলতি মানুষ।
আরও পড়ুন:
টস হওয়ার কথা ছিল ভারতীয় সময় বিকেল ৫টায়। কিন্তু ক্রিকেটারেরা দেরিতে মাঠে যাওয়ায় ৫.৪০ মিনিটে টস হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় খেলা। তবে তাতে ওভার কমেনি। পুরো ৫০ ওভারের খেলা হবে জানিয়ে দেওয়া হয়। প্রথম ম্যাচে বার্মিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। কার্ডিফে দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে একটু সমস্যা হলেও জো রুটের শতরানে ভর করে ম্যাচ ও সিরিজ় জিতেছে তারা। ওভালে চুনকাম করার লক্ষ্যে নেমেছে ইংল্যান্ড।