রবিবার ‘খলনায়ক’ হয়ে উঠেছে বৃষ্টি। দিনের শেষ দেড় ঘণ্টার খেলা হয়নি বৃষ্টির কারণে। ফলে খেলা গড়িয়েছে সোমবার। দুই দলেরই জেতার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের দরকার ৩৫ রান। ভারতের চাই ৪ উইকেট। কিন্তু সোমবারও কি বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কখন বৃষ্টি হতে পারে বা কতটা হতে পারে, সে দিকে নজর রয়েছে সকলের।
সোমবার দক্ষিণ লন্ডনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেটা বেলার দিকে। ফলে প্রথম সেশনে ম্যাচ জেতার একটা সুযোগ দু’দলের কাছেই রয়েছে। বিবিসি-র আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালে বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় সময় বেলা ১টার দিকে বৃষ্টি হতে পারে। সেই সময় মধ্যাহ্নভোজের বিরতি চলে। তবে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। বাতাসে আর্দ্রতা থাকবে। ফলে ভারতের পেসারেরা সুবিধা পেতে পারেন।
‘অ্যাকুওয়েদার’ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টোর দিকে বৃষ্টি হতে পারে। তার পর বৃষ্টি আরও বাড়তে পারে। কিন্তু প্রথম সেশনে বৃষ্টি হবে না বলেই জানিয়েছে তারা।
আরও পড়ুন:
কিন্তু দর্শকদের চিন্তায় রেখেছে লন্ডনের আবহাওয়া দফতরের পূর্বাভাস। তারা জানিয়েছে, বেলা ১১টার আগে ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিকে তা বেড়ে হবে ৬০ শতাংশ। একমাত্র তারাই জানিয়েছে, প্রথম সেশনেও বৃষ্টি হতে পারে।
ইংল্যান্ডে বৃষ্টি খুব সাধারণ ঘটনা। তবে খুব কমই সেখানে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়। বেশির ভাগ সময়েই ‘পাসিং শাওয়ার’ হয়। অর্থাৎ, কয়েক মিনিটের বৃষ্টি। তাতে বেশি সময় নষ্ট হয় না। কিন্তু রবিবার শেষবেলার বৃষ্টিতে আর খেলা শুরু করাই যায়নি। ওভালের মাঠকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ছবি পঞ্চম দিনেও ধরা পড়বে না তো? সেই চিন্তাই দর্শকদের মনে।