এজবাস্টনে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছেন রবীন্দ্র জাডেজা। কিন্তু তার মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম ভেঙেছেন রবীন্দ্র জাডেজা। তাঁকে কি শাস্তি পেতে হবে? যদিও আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছেন ভারতীয় অলরাউন্ডার।
দ্বিতীয় দিন খেলা শুরুর অনেক আগে এজবাস্টনে পৌঁছে যান জাডেজা। তখনও দলের বাকিরা যাননি। মাঠে গিয়ে একা ব্যাটিং অনুশীলন শুরু করেন তিনি। শুভমন গিল-সহ বাকি ভারতীয় ক্রিকেটারেরা অনেকটা পরে মাঠে পৌঁছোন। ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের নিয়মে স্পষ্ট জানিয়েছে, সকল ক্রিকেটারকে একসঙ্গেই মাঠে যেতে হবে। নিয়মে বলা হয়েছে, “ম্যাচ ও অনুশীলনের জন্য ক্রিকেটারেরা একসঙ্গে একই বাসে যাবেন। ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য আলাদা যাতায়াতের বন্দোবস্ত দলের একতা নষ্ট করে।” জাডেজা সেই নিয়ম ভেঙেছেন। তিনি আলাদা একা মাঠে গিয়েছেন।
জাডেজা অবশ্য জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল আগে গিয়ে একটু বেশি অনুশীলন প্রয়োজন। সেটাই করেছেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে জাডেজা বলেন, “বল তখনও নতুন ছিল। তাই আমার মনে হয়েছিল, আগে গিয়ে একটু বেশি ব্যাট করা উচিত। কারণ, নতুন বল সামলে নিলে পরের দিকে রান করতে সুবিধা হত। তাই বাকিদের আগে মাঠে এসে অনুশীলন করেছি। ভাগ্য ভাল তা কাজে লেগেছে। শুভমনের সঙ্গে ভাল জুটি হয়েছে।”
আরও পড়ুন:
বোর্ডের নিয়মে বলা রয়েছে, যদি দলের প্রধান কোচ ও নির্বাচক কমিটির চেয়ারম্যান কোনও ক্রিকেটারকে অনুমতি দেন, তা হলে তিনি একা যাতায়াত করতে পারেন। এ ক্ষেত্রে মনে করা হচ্ছে, জাডেজা আগে থেকেই গৌতম গম্ভীরকে অতিরিক্ত অনুশীলনের কথা জানিয়েছিলেন। গম্ভীরের অনুমতি নিয়েই হয়তো তিনি মাঠে গিয়েছিলেন। নইলে বোর্ডের এই নিয়ম গম্ভীরের পরামর্শেই হয়েছে। তিনি থাকাকালীন এই নিয়ম ভাঙা কঠিন। জাডেজার অনুশীলন দলের কাজে দিয়েছে। সেই কারণেই হয়তো তাঁকে শাস্তি পেতে হবে না। বোর্ডও এই বিষয়ে এখনও কিছু জানায়নি।
গত বছর প্রথমে ঘরের মাটিতে নিউ জ়িল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ় হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। তার পরেই কড়া সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ১০ দফা নির্দেশিকা জারি করা হয়। দলের মধ্যে তারকা সংস্কৃতি বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেয় বোর্ড। তার মধ্যেই ছিল একসঙ্গে যাতায়াতের নিয়ম। সেই নিয়ম ভেঙে আলোচনায় জাডেজা।