তৃতীয় দিন মাঠে নামেননি ভারতীয় দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বিসিসিআই-এর তরফে জানানো হয়, ঘাড়ে ব্যথা হওয়ায় তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁর বদলে কিপিং করেন শ্রীকর ভরত। কিন্তু চতুর্থ দিন দেখা গেল ব্যাট করতে নেমেছেন ঋদ্ধি।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পড়ার পরে দেখা যায় ব্যাট করতে নামছেন রবিচন্দ্রন অশ্বিন। তখনই প্রশ্ন ওঠে, তবে কি ব্যাট করতে পারবেন না ঋদ্ধি। কিন্তু দেখা যায় সাজঘরে প্যাড পরে বসে রয়েছেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির পরে অশ্বিন আউট হতেই দেখা যায় ব্যাট করতে নামছেন বাংলার ছেলে ঋদ্ধি।