Advertisement
০৫ মে ২০২৪
ICC

কবে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, কী বলছে আইসিসি?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি আইসিসি। আইপিএলের সূচির জন্য অপেক্ষা করছেন আইসিসি কর্তারা। কারণ, ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে ভারত।

ওভালে এই ট্রফির জন্য লড়াই করবে টেস্ট ক্রিকেটের সেরা দুই দল।

ওভালে এই ট্রফির জন্য লড়াই করবে টেস্ট ক্রিকেটের সেরা দুই দল। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৩:২০
Share: Save:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচি এখনও জানায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। সম্ভাব্য তারিখ নিয়ে কিছু দিন ধরেই জল্পনা চলছে। এর মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর সম্ভাব্য দিন হিসাবে উঠে এসেছে ৮ জুন।

আইপিএলের পরে হওয়ার কথা ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আইসিসি সরকারি ভাবে সূচি ঘোষণা না করলেও সংস্থা সূত্রেই খবর আগামী ৮ জুন থেকে লন্ডনের দ্য ওভালে শুরু হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১২ জুন ফাইনাল টেস্টের শেষ দিন। বৃষ্টির কথা মাথায় রেখে অতিরিক্ত এক দিন হাতে রাখতে পারে আইসিসি।

মে মাসের শেষ সপ্তাহে আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্যই আইসিসি কর্তারা ৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চাইছেন। তা হলে ফাইনালের দু’টি দলের ক্রিকেটারদের আইপিএল খেলতে সমস্যা হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের সূচি প্রকাশ করেনি এখনও। আইপিএলের সূচি প্রকাশিত হওয়ার পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচি সরকারি ভাবে ঘোষণা করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দল হওয়ার দৌড়ে রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই দু’দলের কারা ফাইনালে উঠবে তা নির্ভর করছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ় এবং দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ়ের দুই টেস্টের ফলাফলের উপর। দ্য ওভালে ফাইনাল খেলতে হলে আসন্ন টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের। কঠিন হলেও যা অসম্ভব নয়। কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ় খেলার সুযোগ পাচ্ছেন রোহিতরা।

ফাইনালের দৌড়ে ভারত থাকায় আইপিএল শেষ হওয়ার কয়েক দিন পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চায় আইসিসি। তাতে ক্রিকেটাররাও পর্যাপ্ত বিশ্রাম এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE