ছবি সংগৃহীত।
বাবা হলেন যুবরাজ সিংহ। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
যুবরাজ নিজেই টুইটারে এই খবর জানিয়েছেন। যুবি অবশ্য সদ্যোজাতর কোনও ছবি পোস্ট করেননি।
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 25, 2022
@hazelkeech pic.twitter.com/IK6BnOgfBe
টুইটারে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হল আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’
একই সঙ্গে তাঁদের গোপনীয়তা বজায় রাখার জন্য সবাইকে আবেদন করে ৪০ বছর বয়সী যুবরাজ লিখেছেন, ‘এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ভালবাসা-সহ হ্যাজেল এবং যুবরাজ।’ এই খবর ঘোষণা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুবরাজের ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন।
২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছিলেন যুবরাজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy