আইপিএলের প্লে-অফে আগেই উঠে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বের শেষ ম্যাচ জিততে পারলে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবেন রজত পাটিদার, বিরাট কোহলিরা। গুরুত্বপূর্ণ প্লে-অফ পর্বের মাঝেই শিবির ছাড়বেন এক বোলার। সোমবার তাঁর পরিবর্তও চলে এল বেঙ্গালুরু শিবিরে।
আইপিএলের শেষ পর্যন্ত থাকতে পারবেন না দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড চলে যাবেন এই জোরে বোলার। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারের আগেই শিবির ছাড়তে পারেন তিনি। তাঁর পরিবর্ত হিসাবে আরসিবি কর্তৃপক্ষ দলে নিয়েছেন জ়িম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজ়ারাবানিকে। ৭৫ লাখ টাকা খরচ করে অস্থায়ী পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে তাঁকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসাবে ৩ জুন থেকে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে টেস্ট দলের সব ক্রিকেটারকে শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তাই ১ জুনের মধ্যে বেঙ্গালুরু শিবির ছাড়তে পারেন এনগিদি। সে ক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ার বা ফাইনালে তাঁকে পাবে না বেঙ্গালুরু। তাই পরিবর্ত হিসাবে মুজ়ারাবানিকে সই করানোর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী শুধু এই মরসুমের জন্যই চুক্তি হয়েছে জ়িম্বাবোয়ের ক্রিকেটারের সঙ্গে।
ইংল্যান্ড থেকে বেঙ্গালুরু এসেছেন মুজ়ারাবানি। বেন স্টোকসদের বিরুদ্ধে চার দিনের টেস্টে ১৪৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। জ়িম্বাবোয়ের সফলতম বোলার তিনিই। জ়িম্বাবোয়ের হয়ে ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮টি উইকেট নিয়েছেন মুজ়ারাবানি। ১৩টি টেস্ট এবং ৫৫টি এক দিনের ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এনগিদি চলে গেলেও বেঙ্গালুরুর অবশ্য খুব একটা সমস্যা হবে না। কারণ কাঁধের চোট সারিয়ে ফিরে এসেছেন জস হেজ়লউড। প্লে-অফ পর্বের বোলিং নিয়ে তাই তেমন উদ্বেগ নেই পাটিদারদের।