প্রথম গোল বিরতির কিছুক্ষণ আগে। দ্বিতীয় গোল দ্বিতীয়ার্ধে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ‘অভিষেকেই’ জোড়া গোল করে দিনটা স্মরণীয় করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরও এক বার বুঝিয়ে দিলেন, ৩৬ বছর বয়স তাঁর কাছে নিছকই একটা সংখ্যা। নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে হারাল ম্যান ইউ।
প্রথম একাদশে তাঁকে রাখা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু শনিবার ম্যাচের এক ঘণ্টা আগে সেই জল্পনা শেষ হয়ে যায়। নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যে প্রথম একাদশ ঘোষণা করে তাতে জ্বলজ্বল করছিল রোনাল্ডোর নাম। তিনি অনুশীলনে নামতেই তুমুল হইচই শুরু হয় ওল্ড ট্র্যাফোর্ডে।
প্রথমার্ধে শুরুর দিকে একটি সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। তবে তা কাজে লাগাতে পারেননি। নিউক্যাসলের শক্তিশালী ডিফেন্স ভাঙতে একটু সমস্যাই হচ্ছিল ম্যান ইউয়ের। কাঙ্ক্ষিত গোল এল বিরতির কিছুক্ষণ আগে। দূর থেকে শট নিয়েছিলেন ম্যাসন গ্রিনউড। গোলকিপার সেই বল প্রতিহত করলে ফিরতি বলে পা ছুঁইয়ে গোল করেন রোনাল্ডো।