Advertisement
০৪ মে ২০২৪

চোট নিয়েও ভারতকে জেতালেন সেই সাইনা

পুরুষদের ডাবলসে অঘটনের হারের ধাক্কা থেকে ভারতকে ফেরান সাইনা। যিনি গত চার দিনে পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিলেন এ দিন। সিঙ্গাপুরের জিয়া মিন ইয়ো-কে ২১-৮, ২১-১৫ হারিয়ে দেন। ডান পায়ের পাতায় ভারী ‘স্ট্র্যাপ’ লাগিয়ে নেমেছিলেন সাইনা।

উল্লাস: ভারতকে ফাইনালে তোলার পরে সাইনা নেহওয়াল। রবিবার কমনওয়েলথ গেমসে। ছবি: পিটিআই

উল্লাস: ভারতকে ফাইনালে তোলার পরে সাইনা নেহওয়াল। রবিবার কমনওয়েলথ গেমসে। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৭:৩২
Share: Save:

কমনওয়েলথ গেমসে ভারতের সোনার দৌড় অব্যাহত। টেবল টেনিসে মৌমাদের পাশাপাশি ব্যাডমিন্টনের মিক্সড দলগত ইভেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে ব্যাডমিন্টন দল। আর তাতে নেতৃত্ব দিলেন সাইনা নেহওয়াল। দুরন্ত খেলে সিঙ্গাপুরকে হারিয়ে তিনিই ফাইনালে তোলেন দলকে। ২০১৪ সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে সিঙ্গাপুরের কাছেই ২-৩ হেরে গিয়েছিল ভারত। তার মধুর প্রতিশোধও তোলা গেল।

পুরুষদের ডাবলসে অঘটনের হারের ধাক্কা থেকে ভারতকে ফেরান সাইনা। যিনি গত চার দিনে পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিলেন এ দিন। সিঙ্গাপুরের জিয়া মিন ইয়ো-কে ২১-৮, ২১-১৫ হারিয়ে দেন। ডান পায়ের পাতায় ভারী ‘স্ট্র্যাপ’ লাগিয়ে নেমেছিলেন সাইনা। কিন্তু তাতেও তাঁর সেই হার-না-মানা মনোভাবের কোনও পরিবর্তন হয়নি। এবং, জেতার পরে তাঁর অসাধারণ মন্তব্য, ‘‘আমি খুব খুশি হয়েছি যে, আজ খেলতে নেমে জয়সূচক পয়েন্টটি এনে দিতে পেরেছি ভারতকে।’’ যোগ করেন, ‘‘আমরা ফাইনালে উঠব, এটাই সকলে আশা করেছিল। তবে সিঙ্গাপুর যে এতটা কঠিন লড়াইয়ে ফেলে দেবে, সেটা ভাবতে পারিনি।’’

প্রথম ম্যাচে মিক্সড ডাবলসে ভারতের সাত্বিক রাঙ্কিরেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পা ৪১ মিনিটে জিতলেও যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন। ২২-২০, ২১-১৮ জেতেন পোনাপ্পা-রা। স্কোরলাইন দেখেই বোঝা যাচ্ছে, যে কোনও দল জিততে পারত। অশ্বিনী পোনাপ্পা পরে বলেন, ‘‘আমি প্রথম ম্যাচটা হেরে গেলে দল সমস্যায় পড়তে পারত।’’ এর পরেই পুরুষদের ডাবলসে সাত্বিক এবং চিরাগ শেট্টি হেরে যান ২১-১৭, ১৯-২১, ১২-২১ ফলে। অপ্রত্যাশিত এই হারের ফলেই চাপে পড়ে যায় ভারতীয় দল। কিন্তু ভাগ্য ভাল যে, পুরুষদের সিঙ্গলসে কিন ইউ লো-কে হারিয়ে শ্রীকান্ত তার আগেই ২-০ এগিয়ে দিয়েছিলেন ভারতকে।

হকিতে জয় পুরুষ ও মহিলাদের: এক গোলে পিছিয়ে থেকেও অলিম্পিক্সে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-১ হারিয়ে বড় চমক দিল ভারতীয় মহিলা হকি দল। গত দু’বার পঞ্চম স্থানে শেষ করেছিলেন তাঁরা। ভারতের হয়ে গোল দু’টি করেন গুরজিৎ কৌর এবং নবনীত কৌর। ভারতের অধিনায়ক রানি রামপল বলেছেন, ‘‘এই প্রথম আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। ওরা রিও অলিম্পিক্সের চ্যাম্পিয়ন, তাই আমরা খুব খুশি।’’ যোগ করেন, ‘‘অলিম্পিক চ্যাম্পিয়নকে হারানোটা সব সময়ই অন্য রকম আনন্দের।’’ ভারতের পুরুষ হকি দল রবিবার ওয়েলসকে ৪-৩ হারিয়ে খেতাব জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saina Nehwal Commonwealth Games 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE