Advertisement
০৫ মে ২০২৪

আরও দুই পদক, শেষ আটে সাইনারা

ভারতীয় খেলোয়াড়রা কতটা এগিয়ে গেলেন, কারাই বা ব্যর্থ হলেন

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৫:৫৭
Share: Save:

কমনওয়েলথ গেমসে দ্বিতীয় দিন ভারতের প্রাপ্তি আরও দুটি পদক। এ ছাড়া ব্যাডমিন্টন, হকি, বক্সিং, ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড়রা কতটা এগিয়ে গেলেন, কারাই বা ব্যর্থ হলেন, দেখে নেওয়া যাক—

• ভারোত্তোলনে: মীরাবাই চানুর পরে মণিপুরের আর এক ভারোত্তোলক সঞ্জিতা চানু সোনা জিতলেন। ৫৩ কেজি বিভাগে। এ ছাড়া পুরুষদের বিভাগে দীপক লাথার ব্রোঞ্জ পেলেন ৬৯ কেজি বিভাগে।

• হকি: ওয়েলসের বিরুদ্ধে হারের পরের দিনই ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা। মালয়েশিয়াকে ৪-১ হারালেন রানি রামপালরা।

• বক্সিং: ৯১ কেজি বিভাগে শেষ আটে চলে গেলেন নমন তনওয়ার। তিনি হারালেন তানজানিয়ার হারুনা মহান্দোকে।

• ব্যাডমিন্টন: কমনওয়েলথ গেমসের মিক্সড টিম ইভেন্টে ভারত ৫-০ স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল। গ্রুপ পর্যায়ে তিন প্রতিদ্বন্দ্বী দেশকেই ৫-০ হারিয়ে দাপটে শীর্ষে শেষ করলেন সাইনা নেহওয়ালরা।

• সাইক্লিং: মেয়েদের স্প্রিন্ট বিভাগে দোবোরা দেবোরা এবং আলিনা রেজি হারলেন কোয়ার্টার ফাইনালে।

• লন বল: পুরুষদের বিভাগে ভারত ১৪-১৫ হারল ইংল্যান্ডের কাছে।

• স্কোয়াশ: জোৎস্না চিনাপ্পা হারালেন অস্ট্রেলিয়ার তামিকা স্যাক্সটনকে ৩-০। পুরুষদের সিঙ্গলসে বিক্রম মলহোত্র হারেন নিক ম্যাথিউয়ের কাছে ১-৩। মেয়েদের সিঙ্গলসে দীপিকা পাল্লিকল হারলেন অ্যালিসন ওয়াটার্সের বিরুদ্ধে ০-৩।

শনিবার কমনওয়েলথ গেমসে

• হকি: পুরুষদের বিভাগে ভারত বনাম পাকিস্তান (সকাল ১০টা)

• বক্সিং: প্রি-কোয়ার্টারে মনোজ কুমার (দুপুর ৩.৫০), মহম্মদ হাসিমুদ্দিন (দুপুর ৩.১৭), মেয়েদের বিভাগে সরিতা দেবির লড়াই (দুপুর ২টো)

• টেবল টেনিস: মেয়েদের দলগত কোয়ার্টার ফাইনাল (ভোর ৫টা)ব্যাডমিন্টন: মিক্সড টিমের শেষ আট, বনাম মরিশাস (ভোর সাড়ে ছটা)

স্কোয়াশ: মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল জোৎস্না চিনাপ্পার লড়াই (বিকেল ৩টে)। মেয়েদের সিঙ্গলস ক্লাসিক প্লেট কোয়ার্টার ফাইনালে দীপিকা পাল্লিকলের লড়াই (সকাল ৯টা)।

• সাঁতার: পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই হিটে সাজন প্রকাশ (ভোর ৬টা), ৫০ মি ব্যাকস্ট্রোক হিট শ্রীহরি নটরাজ (ভোর ৬.৪৫)।

• সাইক্লিং: মেয়েদের ২৫ কিমি পয়েন্ট রেস ফাইনাল (দুপুর ২.৪৬), ৫০০ মি টিম ট্রায়াল ফাইনাল (দুপুর ৩.২৯), পুরুষদের স্প্রিন্ট বাছাই পর্ব (সকাল ৯টা), ১৫ কিমি স্ক্র্যাচ রেস (সকাল ১১.৪০)। এ ছাড়া বাস্কেটবল, লন বল এবং জিমন্যাস্টিক্সে নামবেন ভারতীয় খেলোয়াড়রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Commonwealth Games 2018 Saina Nehwal Badminton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE