পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের একদিনের সিরিজ। নিউজিল্যান্ডে এসে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ঋষভ পন্থ। আর এই ব্যাপারেই প্রশ্ন তুলেছেন আইপিএলে পন্থের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দাল।
ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে টুইট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘রিজার্ভ বেঞ্চে বসে থাকার জন্যই কি ঋষভ পন্থকে নিয়ে যাওয়া হয়েছিল? এর চেয়ে বরং নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে খেললে বা ঘরোয়া ক্রিকেটে অংশ নিলে উপকৃত হত পন্থ। ওর মতো প্রতিভাবান ক্রিকেটারকে তৃতীয় টি-টোয়েন্টি বা পঞ্চম টি-টোয়েন্টিতে না খেলানোর সিদ্ধান্ত একেবারেই যুক্তিহীন।’
আরও পড়ুন: ঘরের কাজ, জুতো পালিশ, সব করে দেব, শুধু ক্রিকেট খেলতে দিন, কোচকে বলেছিল ছোট্ট যশস্বী