এ বছর কি আই লিগ আদৌ হবে? হলে, কত টিমের হবে। আট দলের?
কারণ সালগাওকর, স্পোর্টিং ক্লুবের পর শ্রীনিবাস ডেম্পোও আই লিগ থেকে তাঁর টিম তুলে নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করলেন। যাতে সঙ্কটে আই লিগ। শনিবার ডেম্পো প্রধান বলেছেন, ‘‘সালগাওকর এবং স্পোর্টিং যা করেছে একেবারে সঠিক সিদ্ধান্ত। আমরাও এই সিদ্ধান্ত সমর্থন করি। এক বছর যদি আই লিগ খেলতে হয় তবে কেন বেশি টাকা খরচ টিম করব বা খেলব! এর কোনও মানেই তো হয় না। আই লিগ তো পরের বছর দ্বিতীয় ডিভিশনের টুর্নামেন্ট হয়ে যাবে।’’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘‘আমরা টিমের সবার সঙ্গে আলোচনা করে পরের সপ্তাহের মধ্যেই জানিয়ে দেব আই লিগ আদৌ খেলব কি না!’’ যদি আই লিগ থেকে ডেম্পোও নাম তুলে নেয়, তবে ফুটবলের ধাত্রীগৃহ বলে পরিচিত গোয়ার কোনও প্রতিনিধিত্ব আই লিগ বা ফেডারেশন কাপের মতো টুর্নামেন্টগুলোতে থাকবে না।
আসলে এই মুহূর্তে ফেডারেশন চলছে স্পনসরের ইচ্ছেতে। তাই আইএসএল ছাড়া আর কিছু নিয়েই ভাবছেন না দিল্লির ফুটবল হাউসের কর্তারা। তাতে আই লিগ বা ভারতের সব টুর্নামেন্ট চুলোয় উঠে গেলেও কিছুই যায় আসে না তাঁদের। কলকাতায় এখনও দুই প্রধান কোনও মতে টিকে থাকার লড়াই করছে। ফেডারেশন কর্তারা অবশ্য ফোন ধরছেন না। বলবেনই বা কী?