করোনাভাইরাসের জেরে লকডাউনে খেলার মাঠ। বাইশ গজেও তালাচাবি। কিন্তু তার মধ্যেও ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়়িতদের থেকে ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি-দমন শাখা।
ক্রিকেটাররা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়। এটাকে কাজে লাগিয়ে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে বুকিরা, এমনই মনে করছে আইসিসি। সংস্থার দুর্নীতি-দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, “আমরা দেখছি যে এই সময়কে কাজে লাগাতে যারা দুর্নীতির জগতে পরিচিত, তারা নেমে পড়েছে। এখনই সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি উপস্থিত থাকছেন ক্রিকেটাররা। এর ফলে তাঁদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে পরে কাজে লাগাতে চাইবে ওরা।”
আরও পড়ুন: ধোনি আমার বদলে দলে চাইত রায়নাকে, বিস্ফোরক মন্তব্য যুবরাজের