Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাবণের মতোই ধোনির পতন হবে, ফের বিস্ফোরক যোগরাজ সিংহ

যে ভাবে রাবণ নিজের অহঙ্কারের জন্য ধ্বংস হয়েছে, ধোনির অবস্থাও তাই হবে। এক ইংরাজি দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে ধোনির বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগড়ে দিলেন যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৭:০৭
Share: Save:

যে ভাবে রাবণ নিজের অহঙ্কারের জন্য ধ্বংস হয়েছে, ধোনির অবস্থাও তাই হবে। এক ইংরাজি দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে ধোনির বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগড়ে দিলেন যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ।

এর আগেও ধোনির বিরুদ্ধে তোপ দেগে খবরের শিরোনামে এসেছিলেন তিনি।

ওই সাক্ষাত্কারে যোগরাজ বলেন, “দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর যুবরাজের দাপটের সঙ্গে ফিরে আসাটা সত্যিই প্রশংসনীয়। অধিনায়ক চাইছেন ও পারফর্ম করুক। কিন্তু দুম করে তাঁকে ৭ নম্বরে নামিয়ে দেওয়ার মানে কী? এর থেকে কী প্রমাণ করতে চাইছেন ধোনি? এক জন ব্যাটসম্যানকে যখন ঘন ঘন তাঁর পজিশন বদল করানো হয়, তখন সেই ব্যাটসম্যানের মনে প্রশ্ন জাগে দলে তাঁর কী আর প্রয়োজন আছে! এটাকে ক্রিকেট বলে না।”

তিনি আরও বলেন, “ছেলেকে বলেছি চিন্তা করার কিছু নেই। তাঁর সময় আসবেই।”

তাঁর আরও মন্তব্য, “ধোনিকে দু’বছর বসিয়ে দিন, দেখব কামব্যাকের পর সিঙ্গল রান করতে পারে কিনা!”

যোগরাজের অভিযোগ, টার্নিং উইকেটে খেলা সত্ত্বেও যুবরাজকে বল করতে দেননি ধোনি। যদি যুবরাজকে পছন্দই না হয় তা হলে নির্বাচকদের বললেই হয়! ২০১১-র বিশ্বকাপে টার্নিং উইকেটে যুবরাজ যে ভাবে ১৫ টা উইকেট নিয়েছে তা সারা বিশ্ব দেখেছে।

আরও পড়ুন...

আজও মনে হয় স্পিনারদের হাতেই ম্যাচের চাবিকাঠি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

yograj singh yuvraj singh dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE