আইপিএলে তিনি সুযোগ পেলেই ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নামছিলেন। কারণ, মহেন্দ্র সিংহ ধোনি বাঁচতে চেয়েছিলেন ‘চোরাবালি’র হাত থেকে!
দু’বছর বাদে ফিরে এসেই আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। রান পেয়েছেন ধোনিও। যা নিয়ে সোমবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে সিএসকে অধিনায়ক বলেন, ‘‘ব্যাপারটা অনেকটা চোরাবালির মতো হয়ে গিয়েছিল। আমার বয়সে পরের দিকে ব্যাট করতে নামা মানে চোরাবালির মধ্যে ঢুকে যাওয়া। যত ব্যাটিং অর্ডারে পিছিয়েছি, তত যেন সমস্যা বেড়েছে।’’ ধোনি আরও যোগ করেন, ‘‘আমি চেয়েছিলাম, এমন একটা দল গড়তে, যাদের ব্যাটিংয়ে গভীরতা থাকবে। যাতে আমি ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাই।’’
ওপরের দিকে ব্যাট করতে চাইলেও কত নম্বরে নামবেন, তা নিয়ে আগাম পরিকল্পনা ছিল না ধোনির। তাঁর মন্তব্য, ‘‘ওপরে ব্যাট করতে নামব বলে যে কোনও নির্দিষ্ট নম্বর আমার মাথায় ছিল, এমনটা নয়। মানে তিন, চার, পাঁচ— ব্যাটিং অর্ডারে এ রকম কোনও সংখ্যা আমি মাথায় রাখিনি। ক’টা ওভার খেলার সুযোগ পাব, সে ব্যাপারটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।’’