ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজের স্কোয়াডে নেই শিখর ধওয়ন। বাঁ-হাতি ওপেনারকে বাদ দেওয়া খুব কঠিন ছিল বলে জানালেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদ।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত এশিয়া কাপে সবচেয়ে বেশি রান (৩৪২) করেছেন শিখরই। হয়েছেন সিরিজের সেরাও। কিন্তু, তার আগে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ২০.২৫ গড়ে তিনি করেন মাত্র ১৬২ রান। এমনকি, একবারও পঞ্চাশের গণ্ডি পার করতে পারেননি। যার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন বাঁ-হাতি ওপেনার।
শিখরকে বাদ দেওয়ার প্রসঙ্গে প্রসাদ বলেন, “সাদা বলের ক্রিকেটে ও দাপট দেখায়। কিন্তু, লাল বলের ক্রিকেটে সেই ছন্দ ধরে রাখতে পারে না। এটা কেন হয়, বোঝা মুশকিল। আমরা ওকে অনেক সুযোগ দিয়েছিলাম। তারপর এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। একইসঙ্গে এটাও বলতে চাই যে শিখর যদি টেস্টের ফরম্যাটে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে পারে, তবে ওর জন্য দরজা অবশ্যই খোলা থাকবে।”