স্প্রিন্টে ভারতের দ্রুততমা দ্যুতি চন্দ গত বছরই জানিয়েছিলেন, সমলিঙ্গের এক সঙ্গীকে নিয়েই বাকি জীবন তিনি কাটাতে চান। এ বার এক সাক্ষাৎকারে বলে দিলেন, সেই অকপট স্বীকারোক্তির পরে সাধারণ মানুষ এখন তাঁকে ‘অন্য’ চোখে দেখে! কিন্তু দ্যুতি পরিষ্কার জানাচ্ছেন, এ সব নিয়ে তিনি আদৌ মাথা ঘামান না এবং যে ভাবে বাঁচতে ভালবাসেন, সে ভাবেই বাঁচবেন।
দ্যুতির বয়স ২৪। হায়দরাবাদের মার্কিন কনসাল জেনারেল জোয়েল রাইফম্যানের সঙ্গে অনলাইন আলাপচারিতায় তিনি বলেছেন, ‘‘যে কেউ যে কোনও সময় যে কাউকে ভালবাসবাসতে পারে। এখানে জাতের বিচার হয় না। ধর্মেরও না। এমনকি লিঙ্গও গুরুত্বহীন হয়ে ওঠে।’’ গত বছরের মে মাসে দ্যুতি সমস্ত গোপনীয়তা লঙ্ঘন করে নিজের নারী জীবনসঙ্গীর সঙ্গে প্রকাশ্যে জীবন কাটাতে শুরু করেন। তখনই তিনি বলেছিলেন, ব্যক্তিগত জীবনের সত্যকে আড়াল করার চেয়ে সব কিছু সবার সামনে নিয়ে আসা অনেক ভাল!
দ্যুতি এ সব নিয়ে নতুন করে বলেছেন, ‘‘সব সময়ই আমাকে আমার সঙ্গী সমর্থন করে। আমি নিজেই ওকে আমার জীবনসঙ্গী বেছেছি। হতে পারে আমাদের লোকে এখন অন্য চোখে দেখে। যা ইচ্ছে তাই ভাবে। ওরা আমাদের সমকামি ইত্যাদিও বলতে পারে। কিন্তু যতক্ষণ আমরা পরস্পরকে আঁকড়ে বাঁচতে চাই ততক্ষণ এই ধরনের মন্তব্যে আমাদের কিছু এসে যায় না।’’