যাঁর সাহায্য নিয়ে ইউএস ওপেন জিতে ইতিহাস তৈরি করেছিলেন, সেই কোচকেই ছেঁটে ফেললেন এমা রাদুকানু। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ব্রমলে টেনিস সেন্টার থেকে উঠে এসেছেন রাদুকানু। সেখানকারই কোচ ছিলেন অ্যান্ড্রু রিচার্ডসন। রাদুকানুকে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতিয়ে গোটা বিশ্বের নজরে আসতে সাহায্য করেছিলেন তিনিই। কিন্তু রাদুকানু মনে করেন, এ বার তাঁকে সাহায্য করার জন্য আরও উন্নতমানের কোনও কোচের প্রয়োজন।