Advertisement
১১ ডিসেম্বর ২০২৩
Sports News

ব্রাজিলে ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনার মধ্যে মৃত্যু সমর্থকের

দু’দিন আগের ঘটনা। অ্যাঙ্গোলার স্থানীয় লিগে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১৭ জন সমর্থকের। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই ব্রাজিলের স্থানীয় লিগ ঘিরে ঘটে গেল আরও এক দুর্ঘটনা। ওটা হয়েছিল স্টেডিয়ামে ঢোকার মুখে। আর এটি হল স্টেডিয়ামের বাইরের রাস্তায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৩
Share: Save:

দু’দিন আগের ঘটনা। অ্যাঙ্গোলার স্থানীয় লিগে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১৭ জন সমর্থকের। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই ব্রাজিলের স্থানীয় লিগ ঘিরে ঘটে গেল আরও এক দুর্ঘটনা। ওটা হয়েছিল স্টেডিয়ামে ঢোকার মুখে। আর এটি হল স্টেডিয়ামের বাইরের রাস্তায়। এই স্টেডিয়ামেই হয়েছিল ২০১৬ অলিম্পিক্সের অ্যাথলেটিক্স ইভেন্ট।

আরও খবর: পদপিষ্ট হয়ে মৃত্যু ফুটবল সমর্থকদের

রিও দে জেনেইরোর স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল বোটাফোগো বনাম ফ্লেমেঙ্গোর মধ্যে। আগে এই দুই দলের মুখোমুখির ফল ছিল ২-১ ফ্লেমেঙ্গোর পক্ষে। কিন্তু স্টেডিয়ামে ঢোকার আগেই রাস্তায় শুরু হয় দু’পক্ষের সমর্থকদের মধ্যে গন্ডোগোল। সেটা বড় আকাড় নেই মুহূর্তেই। এমনিতে ব্রাজিলের স্থানীয় ফুটবলে এটা কোনও বড় ঘটনা নয়। কিন্তু উত্তেজিত সমর্থকদের থামাতে শেষ পর্যন্ত পুলিশকে রাবার বুলেট আর টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। তাতেই মৃত্যু হয় এক সমর্থকের। আহত হয়ে আট জন হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE