শনি-বিকেলে জোড়া ঝড় দেখল যুবভারতী। বিকেলের কালবৈশাখী এক ঘণ্টা বন্ধ রাখল ম্যাচ। এর পর লিস্টন কোলাসের ঝড় উড়িয়ে দিল বাংলাদেশের বসুন্ধরা কিংসকে। কালবৈশাখীর ঝড়ে যদি শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে গিয়ে থাকে, তা হলে যুবভারতীতে লিস্টন-ঝড়ে লন্ডভন্ড বসুন্ধরার রক্ষণ। বাংলাদেশের ক্লাবটিকে ৪-০ গোলে হারিয়ে এএফসি কাপে নিজেদের বাঁচিয়ে রাখল এটিকে মোহনবাগান। কোলাসোর হ্যাটট্রিকের পাশাপাশি অপর গোল ডেভিড উইলিয়ামসের।
ম্যাচের শুরুটাই হয়েছিল নাটকীয় ভাবে। যুবভারতীতে দুপুর থেকেই কালো করে এসেছিল আকাশ। ম্যাচ শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই শুরু হল প্রবল ঝড়। উড়ে গেল স্টেডিয়ামের চাল, মাঠ ঢেকে গেল প্লাস্টিক, কাগজে। চারিদিকে ধুলোর ঝড়। এর মধ্যেই সাইডলাইনের বিলবোর্ড লন্ডভন্ড হয়ে যাওয়ায় কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছিলেন রেফারি। কিন্তু আরও মিনিট সাতেক গড়ানোর পর ঝড় এবং বৃষ্টি বাড়তে থাকায় ম্যাচ বন্ধ করতে বাধ্য হলেন তিনি। প্রায় ৫৫ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ।
সন্দেশ জিঙ্ঘনকে নিয়ে গত কয়েকদিন ধরেই ধোঁয়াশা ছিল। শনিবার তাঁকে প্রথম একাদশে জায়গা দিলেন জুয়ান ফেরান্দো। দলে আরও কিছু বদল করেন তিনি। অমরিন্দর সিংহের জায়গায় গোলকিপার হিসাবে নিয়ে আসেন অর্শ আনোয়ারকে। প্রথম একাদশে ফেরেন কার্ল ম্যাকহিউ, দীপক টাংরি। এ দিন ৪-২-৩-১ ছকে খেলা শুরু করেছিল এটিকে মোহনবাগান। ডিফেন্স শক্তিশালী করতে টাংরিকে ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলানো হয়।