Advertisement
২৮ মার্চ ২০২৩
Cristiano Ronaldo

১৭৮৫ কোটিতে এনেছি, আর এসে থেকে একটাই বুলি আউড়াচ্ছে রোনাল্ডো! খাপ্পা সৌদির ক্লাব মালিক

সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে রোনাল্ডোর খেলায় খুশি নন দলের মালিক। প্রকাশ্যে রোনাল্ডোর বিরুদ্ধে নিজের ক্ষোভ জানিয়েছেন তিনি।

Picture of Cristiano Ronaldo after defeat against Al Ittihad in Saudi Super Cup

সৌদির ক্লাবের হয়ে সময়টা ভাল যাচ্ছে না রোনাল্ডোর। ম্যাচ হারের পরে এ বার মালিকের মেজাজ দেখলেন সিআর৭। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৫:১০
Share: Save:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়টা ভাল যাচ্ছে না। দেশের জার্সিতে সমালোচনার পরে এ বার ক্লাবের জার্সিতেও সমালোচনা হচ্ছে তাঁর। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পরে সৌদি সুপার কাপে আল ইত্তিহাদের কাছে হেরেছেন রোনাল্ডোরা। তার পরেই রোনাল্ডোর উপর খাপ্পা দলের মালিক।

Advertisement

একটি ভিডিয়োতে রোনাল্ডোর বিরুদ্ধে নিজের ক্ষোভ জানিয়েছেন দলের মালিক। ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে তাঁকে আল নাসেরের মালিক বলেই দাবি করেছেন স্থানীয় সংবাদমাধ্যম। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এখান থেকে বেরিয়ে যাও। আমি রোনাল্ডোর পিছনে ১৭৮৫ কোটি টাকা খরচ করেছি। আর ও শুধু একটাই কথা বলতে শিখেছে, ‘সিউ’ (যার অর্থ ‘ইয়েস’)। এটা হতে পারে না।’’ কার উদ্দেশে এই কথা তিনি বলেছেন সেটা অবশ্য দেখা যায়নি ভিডিয়োতে।

সৌদি আরবের ক্লাবের হয়ে খেললেও লিয়োনেল মেসির নামে জয়ধ্বনি শুনতে হয়েছে রোনাল্ডোকে। প্রতিপক্ষ ফুটবলার গোল করে মেসির কায়দায় উল্লাস করেছেন। সে সব দেখে রেগে গিয়েছেন রোনাল্ডো। মাঠের মধ্যেই বার বার মেজাজ হারিয়েছেন তিনি। আল নাসেরের বিরুদ্ধে প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল করেন আল ইত্তিহাদের আব্দেরাজ্জাক হামদাল্লা। তার পরেই দেখা যায়, মেসির কায়দায় উল্লাস করছেন তিনি। ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল করে বার্সেলোনাকে জিতিয়ে জার্সি তুলে ধরে উল্লাস করেছিলেন মেসি। সেই একই কায়দায় দেখা গিয়েছে হামদাল্লাকে।

শুধু প্রতিপক্ষ ফুটবলারের উল্লাসের ভঙ্গিই নয়, ম্যাচ জেতার পরে ‘মেসি-মেসি’ চিৎকার শোনা যায় ইত্তিহাদ সমর্থকদের মুখে। এই সব ঘটনায় রেগে যান রোনাল্ডো। একে গোল করতে পারেননি তিনি, দল হেরেছে, তার পরে মেসির নামে জয়ধ্বনি শুনে প্রকাশ্যে বিরক্ত হতে দেখা যায় তাঁকে।

Advertisement

আল ইত্তিহাদের কাছে হারের জন্য ম্যাচের পর সরাসরি রোনাল্ডোকেই দায়ী করেছেন কোচ রুডি গার্সিয়া। সব মিলিয়ে, সৌদিতে জীবন কঠিন হয়ে উঠতে শুরু করেছে রোনাল্ডোর কাছে। রোনাল্ডো দলে যোগ দেওয়ার পরেই গার্সিয়া বলেছিলেন, দলে মানিয়ে নিতে সময় লাগবে রোনাল্ডোর। সেই কথাই ক্রমশ সত্যি হতে চলেছে। সুপার কাপ থেকে বিদায়ের পর গার্সিয়া বলেছেন, “প্রথমার্ধে একটা সহজ সুযোগ মিস করেছিল রোনাল্ডো। সেটা গোল হলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।” অর্থাৎ ঘুরেফিরে সেই রোনাল্ডোকেই দায়ী করেছেন গার্সিয়া। সৌদি আরবে রোনাল্ডো যাওয়ার পর মনে করা হয়েছিল সহজেই মন জয় করে নেবেন। তবে এখন সৌদির ঘরোয়া ফুটবল যথেষ্ট প্রতিযোগিতামূলক। তাই সেখানেও নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে রোনাল্ডোকে। কিন্তু তাঁর খেলায় খুশি নন দলের মালিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.