আসন্ন মরসুমের আইএসএল নিয়ে সর্বস্তরে অনিশ্চয়তার বাতাবরণ। এমনকি সুনীল ছেত্রীর মতো ফুটবলারও আশঙ্কা প্রকাশ করেছিলেন শীর্ষস্থানীয় লিগ নিয়ে। তবে ফুটবলপ্রেমীরা খুশি হতে পারেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের কথায়। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আইএসএল হবেই। তবে কবে থেকে জনপ্রিয় লিগ শুরু হতে পারে, তার আভাস দেননি।
এ দিন সংবাদ সংস্থা পিটিআইকে কল্যাণ বলেছেন, “ফেডারেশনের সভাপতি হিসেবে আমি আশ্বাস দিচ্ছি, আইএসএল হবেই। কিন্তু তারিখের কথা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ আন্তর্জাতিক সূচি, ফিফার উইন্ডো রয়েছে।” তাঁর সংযোজন, “আইএসএল না হলে ফুটবলের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। লিগ আয়োজনের জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব।”
সুনীলদের কোচের জন্য বুধবারই ১৭০ জনের তালিকা থেকে তিন জনকে বাছাই করেছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। ফেডারেশন সভাপতি বলেছেন, “আশা করছি দশ দিনের মধ্যে ভারতীয় কোচের নাম চূড়ান্ত হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)