ভারতীয় ফুটবল দলের কোচের পদে কি দেখা যেতে পারে আন্তোনিয়ো লোপেস হাবাসকে? মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএলে চ্যাম্পিয়ন করা স্পেনীয় চাণক্য ভীষণ ভাবেই আগ্রহী সুনীল ছেত্রীদের দায়িত্ব নিতে। ইতিমধ্যেই তিনি কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।
মানোলো মার্কেসের বিদায়ের পর থেকেই ভারতীয় দলের নতুন কোচ কে হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। গত ৪ জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। আবেদনকারীর কাছে এএফসি বা উয়েফার ‘প্রো’ লাইসেন্স থাকতে হবে। বিশ্বকাপ বা মহাদেশীয় প্রতিযোগিতায় খেলা কোনও দলের কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। থাকতে হবে ফুটবলারদের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ভারতীয় ফুটবলের সংস্কৃতির ব্যাপারে ধারণা থাকতে হবে। ১০ থেকে ১৫ বছর কোচিংয়ের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। ১৩ জুলাইয়ের মধ্যে আবেদনকরতে হবে।
বিজ্ঞাপন প্রকাশের কয়েক দিনের মধ্যেই আবেদন করেছেন হাবাস। ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ তিনি। ১৯৯৭ সালে হাবাসের কোচিংয়েই কোপা আমেরিকায় রানার্স হয়েছিল বলিভিয়া। ভারতে অভিষেকের আইএসএলে এটিকে-কে চ্যাম্পিয়ন করেছেন হাবাস। পরে আরও দু’বার জিতেছেন এই প্রতিযোগিতা। গত মরসুমে আই লিগের দল ইন্টার কাশীর দায়িত্বে ছিলেন হাবাস। স্পেন থেকে ফোনে আনন্দবাজারকে হাবাস বললেন, ‘‘আমি ১০০ শতাংশ যোগ্য। তবে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরাই চূড়ান্তসিদ্ধান্ত নেবেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)