Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lionel Messi

আন্তর্জাতিক মঞ্চে ১০০টি জয়, নতুন কীর্তি লিয়োনেল মেসির

১০০টি গোল, ৯০টি জয়। আর্জেন্টিনার জার্সিতে অপ্রতিরোধ্য মেসি। বিশ্বকাপের আগে যা স্বস্তি দেবে সমর্থকদের।

আর্জেন্টিনার হয়ে ৯০টি গোল পেলেন মেসি।

আর্জেন্টিনার হয়ে ৯০টি গোল পেলেন মেসি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৭
Share: Save:

আর্জেন্টিনার জার্সিতে ১০০টি ম্যাচে জয় পেলেন লিয়োনেল মেসি। সেই ম্যাচে দু’টি গোলও করেন তিনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। জামাইকার বিরুদ্ধে সেই ম্যাচে ৩-০ গোলে জিতল তারা। মেসি ছাড়াও গোল পেলেন জুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার হয়ে ৯০টি গোল পেলেন মেসি। ১৬৪টি ম্যাচে এই সংখ্যক গোল করলেন তিনি। টানা ৩৫টি ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। ২০১৯ সাল থেকে এখনও কোনও ম্যাচ হারেনি তারা। ইটালি টানা ৩৭টি ম্যাচে অপরাজিত ছিল। সেই রেকর্ড ভাঙতে আরও তিনটি ম্যাচে অপরাজিত থাকতে হবে আর্জেন্টিনাকে। গত শনিবার হন্ডুরাসের বিরুদ্ধেও দু’টি গোল করেন মেসি। জামাইকার বিরুদ্ধে ৮৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। দ্বিতীয় গোল ফ্রি কিক থেকে। ৮৯ মিনিটের মাথায় বাঁক খাওয়া শটে বল জালে জড়িয়ে দেন মেসি। আমেরিকার রেড বুল এরিনায় মেসিকে দেখে সমর্থকরা আবেগ ধরে রাখতে পারেননি। মাঠে লোক ঢুকে পড়ায় তিন বার খেলা বন্ধ রাখতে হয়।

নভেম্বরে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি সারতে আরও একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। জামাইকার বিরুদ্ধে যে দাপট মেসির দল দেখিয়েছে তাতে বিশ্বকাপেও তাদের এগিয়ে রাখছেন সমর্থকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE