Advertisement
০৩ অক্টোবর ২০২৩
Juan Ferrando

ATK Mohun Bagan: ডুরান্ড জেতা নয়, লক্ষ্য অন্য! মুম্বই সিটির বিরুদ্ধে নামার আগে বললেন সবুজ-মেরুন কোচ

ডুরান্ড কাপেই পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চাইছেন এটিকে-মোহনবাগান কোচ ফেরান্দো। সমর্থকদের ধৈর্য রাখার অনুরোধ করেছেন তিনি।

এটিকে-মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

এটিকে-মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৬:৩৬
Share: Save:

ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই রাজস্থান ইউনাইটেডের কাছে অপ্রত্যাশিত ভাবে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। বুধবার দ্বিতীয় ম্যাচে সামনে মুম্বই সিটি এফসি। প্রতিযোগিতায় টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগে়ডকে। কিন্তু তার আগে দলের কোচ জুয়ান ফেরান্দো জানিয়ে দিলেন, ডুরান্ড কাপ জেতা তাঁর লক্ষ্য নয়। পরের প্রতিযোগিতাগুলির জন্য পরীক্ষা-নিরীক্ষা করে সেরা দল তৈরি করে রাখতে চাইছেন তিনি।

রাজস্থানের কাছে হারের পরে দু’দিন বন্ধ দরজার পিছনে অনুশীলন করিয়েছেন ফেরান্দো। মঙ্গলবার তিনি জানিয়েছেন, পরের ম্যাচগুলিতেও তরুণ ফুটবলারদের খেলাবেন। ফেরান্দো বলেছেন, ‘‘প্রতিশ্রুতিমান ফুটবলার তুলে না আনলে ভারতীয় ফুটবলেরই ক্ষতি। ডুরান্ডে পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে। তবেই দল তৈরি হবে। পরের প্রতিযোগিতাগুলোর জন্য এই প্রক্রিয়া চলবে। কারণ, এএফসি কাপ, আইএসএলে পরীক্ষার সুযোগ কম পাব।’’

রাজস্থানের বিরুদ্ধে গোলের আনেক সুযোগ তৈরি হলেও সেগুলি কাজে লাগাতে পারেননি এটিকে মোহনবাগানের ফুটবলররা। অনুশীলনে সেই ম্যাচের ভুল শোধরানের চেষ্টা করছেন কোচ। ফেরান্দো বলেছেন, ‘‘আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। গোলগুলো হলে খেলার ফল অন্য রকম হত। সামান্য ভুলের জন্য গোল খেয়েছি। গোল করা ও গোল আটকানো, দু’টো জায়গাতেই উন্নতি করতে হবে। অনুশীলনে সেই ভুল শোধরানোর চেষ্টা করেছি।’’

মুম্বই সিটির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে সমর্থকদের ধৈর্য রাখতে বলেছেন সবুজ-মেরুন কোচ। ফেরান্দো বলেছেন, ‘‘সবে মরসুম শুরু হয়েছে। দলকে সংগঠিত হতে একটু সময় দিতে হবে। সমর্থকদের কাছে অনুরোধ, আস্থা রাখুন। ধৈর্য ধরুন। নতুন কয়েক জন দেশি-বিদেশি ফুটবলার দলে যোগ দিয়েছেন। দলের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার সুযোগ দিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE