ক্লাব বিশ্বকাপে পুরনো ক্লাবের বিরুদ্ধে লিয়োনেল মেসি। প্রি-কোয়ার্টার ফাইনালে মেসির ক্লাব ইন্টার মায়ামি খেলবে তাঁর পুরনো দল প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে। সোমবার রাতেই দুই দল প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে।
প্যারিস সঁ জরমঁ হারিয়ে দিয়েছে সিয়াটেল সাউন্ডার্সকে। ২-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। গ্রুপ বি-তে পিএসজি, বোটাফোগো এবং অ্যাটলেটিকোর পয়েন্ট সমান। কিন্তু গোল পার্থক্যে পরের পর্বে চলে গেল পিএসজি এবং বোটাফোগো। গ্রুপ এ থেকে পরের পর্বে পৌঁছে গিয়েছে পামেইরাস এবং ইন্টার।
ক্লাব বিশ্বকাপ থেকে প্রথম বড় ক্লাব হিসাবে বিদায় নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ব্রাজিলের ক্লাব বোটাফোগোকে ১-০ গোলে হারিয়েও বিদায় নিল তারা। প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলল বোটাফোগো।
আরও পড়ুন:
ক্লাব বিশ্বকাপে টিকে থাকতে হলে অ্যাটলেটিকোকে ৩-০ গোলে জিততে হত। কিন্তু মাত্র এক গোলে জেতায় বিদায় নিল স্প্যানিশ ক্লাব। গোটা ম্যাচে ব্রাজিলের ক্লাবটি রক্ষণাত্মক ফুটবল খেলে চাপে ফেলে দেয় অ্যাটলেটিকোকে। যদিও আক্রমণ করা থামায়নি স্প্যানিশ ক্লাব। ৮৭ মিনিটের মাথায় আঁতোয়া গ্রিজমান একটি গোল করেন। তাতে ম্যাচ জিতলেও পরের পর্বে উঠতে পারল না অ্যাটলেটিকো।
গ্রুপ এইচ-এর ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৩-১ গোলে তারা হারিয়ে দিয়েছে মেক্সিকোর ক্লাব পাচুকাকে। জয়ের পর মাদ্রিদের কোচ জাভি আলান্সো বলেন, “গ্যাসের সমস্যায় ভুগছেন কিলিয়ান এমবাপে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। পরীক্ষা করানো হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি দলে পাব ওকে। তবে ও কেমন থাকছে তা প্রতি দিন লক্ষ রাখা হচ্ছে। দেখা যাক ও কেমন থাকে।” দু’ম্যাচে চার পয়েন্ট পেয়েছে মাদ্রিদ। পরের পর্বে উঠতে হলে শেষ ম্যাচে জিততে হবে তাদের।