Advertisement
৩০ এপ্রিল ২০২৪
East Bengal

তিন দশক পর ইস্টবেঙ্গলে আরও এক বাংলাদেশি ফুটবলার, মহিলা আই লিগ খেলতে কলকাতায় সানজিদা

প্রায় তিন দশক আগে ইস্টবঙ্গলের হয়ে খেলতে এসেছিলেন মুন্না, আসলাম-সহ বাংলাদেশের চার ফুটবলার। তাঁদের পথ ধরে লাল-হলুদ ব্রিগেডের মহিলা দলে যোগ দিচ্ছেন সানজিদা।

picture of East Bengal Club tent

ইস্টবেঙ্গল তাঁবু। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ২০:৫৩
Share: Save:

ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এলেন বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার সানজিদা আখতার। লাল-হলুদ জার্সি গায়ে মহিলাদের আই লিগ খেলবেন তিনি। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের পর সানজিদাকেও দেখা যাবে ভারতের ক্লাব ফুটবলে।

প্রায় তিন দশক আগে ইস্টবেঙ্গলের হয়ে খেলে গিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম, মোনেম মুন্না, রিজভি করিম রুমি, গোলাম গাউসের মতো বাংলাদেশের ফুটবলারেরা। তাঁদের পথ ধরেই এ বার লাল-হলুদ শিবিরে যোগ দিচ্ছেন সানজিদা। বাংলাদেশের দৈনিক ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, সানজিদার ইস্টবেঙ্গলে খেলার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা শাখার প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানিয়েছেন, ‘‘আমরা সানজিদাকে ছাড়পত্র দিয়েছি। কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে যাবে। ভারত থেকে আমাদের কাছে দু’জন ফুটবলারের জন্য প্রস্তাব এসেছিল। আমরা সাবিনা আর সানজিদাকে ছাড়পত্র দিয়েছি।’’

picture of Sanjida Aktar

সানজিদা আখতার। ছবি: সংগৃহীত।

সানজিদা রবিবার ভারতের ভিসা পেয়েছেন। সোমবার তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। তিনি এই প্রথম বিদেশের কোনও ক্লাবের হয়ে খেলবেন। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার। উল্লেখ্য, সাবিনা খেলবেন বেঙ্গালুরুর কিকস্টার্ট এফসির হয়ে।

মহিলাদের আই লিগে ইস্টবেঙ্গল অবশ্য খুব একটা ভাল জায়গায় নেই। চারটি ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে। তিনটি ম্যাচ হেরেছে লাল-হলুদ ব্রিগেড। পয়েন্ট তালিকায় সাতটি দলের মধ্যে ইস্টবেঙ্গল রয়েছে পঞ্চম স্থানে। তাদের পরের ম্যাচ ১৮ জানুয়ারি, ওড়িশা এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে পারেন সানজিদা। বাংলাদেশের উইঙ্গারের যোগদান দলের শক্তি বৃদ্ধি করবে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE