শক্তিশালী পঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিল বাংলা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছে কেরলের কাছে। ফুটবলারদের হতাশা কাটিয়ে মানসিক ভাবে চাঙ্গা রাখতে অভিনব পদক্ষেপ করল আইএফএ।
মঙ্গলবার দলের সব ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের সিনেমা দেখাতে নিয়ে গেলেন আইএফএ কর্তারা। দেখানো হল কেজিএফ চ্যাপ্টার টু। মানসিক ভাবে দলের সকলকে তরতাজা রাখতেই এই উদ্যোগ।