ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের ফলাফলকে ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে রেফারিং। বল ঘুষি মেরে বার করার সময়ে ক্লেটন সিলভার পেটে গোলরক্ষক আরশদীপ সিংহ আঘাত করার পরেও রেফারি কার্ড দেখাননি। যার পরে রেফারিং নিয়ে সমালোচনা করেছেন ভাস্কর গঙ্গোপাধ্যায় থেকে ডগলাস দি সিলভারা।
রেফারিং নিয়ে অভিযোগ করে ম্যাচের পরেই চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। রবিবার সেই প্রসঙ্গে তোপ দাগলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার ভাস্কর। তিনি বলেছেন, “নজিরবিহীন রেফারিং। ভাগ্যক্রমে ক্লেটনের বড় আঘাত লাগেনি। ফেডারেশনের অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার।”
এ দিকে রবিবার থেকে হায়দরাবাদ ম্যাচের প্রস্তুতি শুরু করল মোহনবাগান। বল পায়ে অনুশীলন শুরু করেছেন গ্রেগ স্টুয়ার্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)