ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস বাগ্দান সারলেন সোমবার। ইনস্টাগ্রামে তাঁর আঙুলে একটি আংটির ছবি দিয়ে বিষয়টি ঘোষণা করেন জর্জিনা।
তাঁর এই পোস্টের পর থেকেই অভিনন্দনবার্তা আসতে থাকে সমাজমাধ্যমে। জর্জিনা লেখেন, ‘‘তোমার প্রস্তাব মানলাম। সারা জীবন একসঙ্গে থাকব।’’
রবিবার রাতে আল-নাসেরের হয়ে জোড়া গোল করার পরের দিনই দর্শকদের জন্য এই উপহার দিলেন রোনাল্ডো। সেই ম্যাচে যদিও জিতল না দল। প্রাক-মরসুম প্রদর্শনী ম্যাচে স্পেনের আমেরিয়ার বিরুদ্ধে ২-৩ গোলে হারতে হল আল নাসেরকে।
৬ মিনিটের মাথায় এগিয়ে যায় আমেরিয়া। কয়েক মিনিট পরেই সমতা ফেরান রোনাল্ডো। তাঁর দ্বিতীয় গোল আসে পেনাল্টি থেকে। শেষ দুই ম্যাচে তিনি পাঁচ গোল করে ফেললেন। এ বার বাগ্দানও সেরে ফেললেন কিংবদন্তি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)