Advertisement
২০ এপ্রিল ২০২৪
East Bengal

Mohammed Rakip: মুম্বই থেকে দু’বছরের চুক্তিতে মহম্মদ রাকিপকে সই করাল ইস্টবেঙ্গল

শ্রী সিমেন্টসের হাত থেকে ক্রীড়া সত্ত্ব ফিরে পাওয়ার পরেই দল গঠনে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার তারা সই করাল মহম্মদ রাকিপকে।

নতুন ফুটবলার ইস্টবেঙ্গলে

নতুন ফুটবলার ইস্টবেঙ্গলে ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৫:৪৮
Share: Save:

শ্রী সিমেন্টসের হাত থেকে ক্রীড়া সত্ত্ব ফিরে পাওয়ার পরেই দল গঠনে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার তারা সই করাল মহম্মদ রাকিপকে। তরুণ এই ফুটবলার এখন খেলে মুম্বই সিটি এফসি-র হয়ে। সেখান থেকে দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তিনি।

২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন রাকিপ। প্রথম অনূর্ধ্ব-১৭ ফুটবলার হিসেবে কোনও আইএসএলের ক্লাবে যোগ দেন তিনি। কেরল ব্লাস্টার্সের রিজার্ভ দলের সদস্য হন। আই লিগের দ্বিতীয় ডিভিশনে আটটি ম্যাচ খেলেছেন। সেখানে তাক লাগিয়ে দেওয়ার পরে ২০১৮ সালে তাঁকে সিনিয়র দলে নিয়ে আসা হয়। ২০১৯-এর ২৯ অক্টোবর এটিকে-র বিরুদ্ধে ম্যাচে তাঁর অভিষেক হয়। কেরল ব্লাস্টার্স ২-১ ব্যবধানে সেই ম্যাচে জেতে। সে মরসুমে ক্লাবের হয়ে ১৫টি ম্যাচে খেলেছিলেন তিনি।

বিভিন্ন ক্লাবের থেকে প্রস্তাব পাচ্ছিলেন তিনি। ২০২০-র অক্টোবরে তিনি দু’বছরের চুক্তিতে সই করেন মুম্বই সিটিতে। গোয়ার বিরুদ্ধে ম্যাচে মুম্বইয়ের হয়ে তাঁর অভিষেক হয়। এ বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দলেও ছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Mumbai City FC AFC Champions League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE