Advertisement
E-Paper

এক বছর আগেই বিশ্বকাপ ফুটবলের ভাবনা শুরু ইংল্যান্ডের, হোটেল নয়, দলকে তাঁবুতে রাখতে চান নতুন কোচ

ইংল্যান্ড দলের কোচ হিসাবে কয়েক মাস আগেই নিয়োগ করা হয়েছে টমাস টুখেলকে। ইংল্যান্ডকে ট্রফি জেতানোর লক্ষ্যে কোনও ফাঁক রাখতে চাইছেন না তিনি। আমেরিকার গরমের সঙ্গে মানিয়ে নিতে দলকে তাঁবুতে রাখার পরিকল্পনা করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০১:০৪
football

ফিফা বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।

ইংল্যান্ড দলের কোচ হিসাবে কয়েক মাস আগেই নিয়োগ করা হয়েছে টমাস টুখেলকে। প্রথম থেকেই টুখেল পণ করে নিয়েছেন, ইংল্যান্ডকে ট্রফি জেতাবেন। সেই লক্ষ্যে কোনও ফাঁক রাখতে চাইছেন না তিনি। আমেরিকার গরমের সঙ্গে মানিয়ে নিতে দলকে তাঁবুতে রাখার পরিকল্পনা করেছেন তিনি।

পরের বছর আমেরিকার সঙ্গে মেক্সিকো এবং কানাডাতেও হবে বিশ্বকাপ। সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে গরমে হতে চলেছে বিশ্বকাপ। চলতি মাসে হতে চলা ক্লাব বিশ্বকাপে হাজির থাকবেন টুখেল। সেখানেই তিনি দেখে নেবেন কী ভাবে দলগুলি প্রস্তুতি নিচ্ছে। সেই অনুযায়ী বিশ্বকাপের পরিকল্পনা ছকবেন তিনি।

অ্যান্ডোরার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের ফাঁকে টুখেল বলেছেন, “এই মুহূর্তে আমেরিকায় ম্যাচ দেখা বেশ দরকার। বিশেষ করে দুপুর তিনটেয় মায়ামিতে যে ম্যাচগুলো হবে। আমি নিশ্চয়ই একটা ম্যাচ দেখব। কী ভাবে খেলোয়াড়েরা নিজেদের ঠান্ডা রাখে, কতটা জল খায় সব বুঝে নিতে হবে।”

গরমের মোকাবিলা করার জন্য ফুটবলারদের তাঁবুতে রেখে অনুশীলন করাবেন ভেবে রেখেছেন টুখেল। প্রচণ্ড গরম এবং আর্দ্রতার সঙ্গে ফুটবলারেরা কেমন মানিয়ে নেন সেটা দেখতে চান টুখেল। কারণ বিশ্বকাপে সে রকম পরিস্থিতির মধ্যেই খেলতে হবে।

তাঁবুর মধ্যে বিশেষ ‘এক্সারসাইজ়‌ বাইক’-এ ফিটনেস পরীক্ষা দিতে হবে ফুটবলারদের। মাঠে যা তাপমাত্রা থাকবে, সেই তাপমাত্রাতেই অনুশীলন করা হবে। কী ভাবে ফুটবলারেরা সেরে উঠছেন সেটা দেখা হবে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ কে-তে সবার আগে রয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের টিকিট কার্যত নিশ্চিত তাদের। তবে ক্লাব মরসুমের শেষে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় তা ফুটবলারদের চাপে রাখবে বলে মনে করেন টুখেল।

FIFA World Cup 2026 england fan Thomas Tuchel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy