মোহনবাগান সুপার জায়ান্টের পরে এফসি গোয়া। চব্বিশ ঘণ্টার ব্যবধানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ব্যর্থ ভারতের দুই ক্লাব। মঙ্গলবার কলকাতায় তুর্কমেনিস্তানের আহাল এফসি ১-০ হারিয়েছিল মোহনবাগানকে। বুধবার ঘরের মাঠে ইরাকের আল জ়াওরা-র কাছে ০-২ হারল এফসি গোয়া।
১৯৯৩ সালে এশিয়ান কাপ উইনার্স কাপে যুবভারতীতে আল এই জ়াওরাকে ৬-২ চূর্ণ করেছিল ইস্টবেঙ্গল। ৩২ বছর পরে ভারতের আর এক ক্লাব এফসি গোয়া লড়াই করেও জিততে পারল না। কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচে চোয়ালের হাড় ভেঙে যায় গোয়া রক্ষণের প্রধান ভরসা সন্দেশ জিঙ্ঘনের। তড়িঘড়ি দেশে ফিরে অস্ত্রোপচার করান। এখনও পুরোপুরি সুস্থ না হলেও আল জ়াওরার বিরুদ্ধে ম্যাচে রিজ়ার্ভ বেঞ্চে ছিলেন তিনি। সন্দেশকে ছাড়াই দুর্দান্ত লড়াই করেন গোয়ার ডিফেন্ডারেরা। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে গোল করে আল জ়াওরাকে এগিয়ে দেন রেজ়িক বানি হানি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে (৯০+৫ মিনিট) ২-০ করেন নিজ়ার আল রাসদান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)