এ বারের ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনাকে হারিয়েছে তারা। কিন্তু সেই ম্যাচ নাকি সে দেশের লোকেরা দেখতেই পাননি। সৌদি আরবে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার বন্ধ বলে খবর। এই ঘটনায় বিরক্ত সৌদির লোকেরা।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনের পর থেকেই সম্প্রচারে সমস্যা শুরু হয়েছে। সৌদি আরবে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব রয়েছে কাতারের একটি সংস্থা। দু’দেশের মধ্যে সম্পর্ক খারাপ থাকায় বেশ কয়েক বছর ধরে সেই সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছিল সৌদিতে। কিন্তু ২০২১ সালের অক্টোবর মাসে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
এই সমস্যার মাঝে সম্প্রচারকারী সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘সৌদি আরবে বিশ্বকাপের সম্প্রচারে সমস্যা হচ্ছে। সমাধান এই মুহূর্তে আমাদের হাতের বাইরে। এই বিষয়ে পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে।’’ সম্প্রচারে সমস্যা নিয়ে এখনও পর্যন্ত অবশ্য সৌদি সরকার কিছু জানায়নি।
আরও পড়ুন:
সৌদি আরবের সব জায়গায় যে একই সমস্যা হচ্ছে তা নয়। কেউ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কিছু ক্ষণ পর থেকে সমস্যা শুরু হয়েছে। আবার কেউ বলেছেন, এক এক সময় সম্প্রচার শুরু হচ্ছে। কিন্তু ১০-১৫ মিনিট পরে আবার তা বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে তো নিজেদের টাকা ফেরতের দাবিও করেছেন।
২০১৭ সালে কাতারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন ও মিশরের। ইরানের কিছু উগ্রবাদী সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ তুলে দোহার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে চার দেশ। এই সময়ের কাতারের সম্প্রচারকারী সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু গত বছর সেই নিষেধাজ্ঞা তুলে নেয় রিয়াধ। কিন্তু আবার বিশ্বকাপের সম্প্রচার নিয়ে শুরু হয়েছে বিতর্ক।