ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করলেন মানেই ‘সিউউ’ সেলিব্রেশন। গোল করার পর দৌড়ে গিয়ে এক লাফে উল্টো দিকে ঘুরে দু’পাশে দু’হাত ছড়িয়ে দিতে দেখা যেত তাঁকে। কিন্তু শুক্রবার গোলের পর দেখা গেল নতুন ভাবে উদ্যাপন করতে।
তিনি গোল করে তিনটি আঙুল দেখালেন ছেলেকে। কেন এই উৎসব?
আল নাসেরের হয়ে গোল করেন রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল এত্তিফাকের বিরুদ্ধে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। সেই গোলের পরেই ছেলে রোনাল্ডো জুনিয়রের দিকে তিন আঙুল দেখান বাবা। শুক্রবার আল নাসেরের যুব দলের হয়ে দু’টি গোল করেছিলেন রোনাল্ডো জুনিয়র। বাবা গোল করলেন আল নাসেরের হয়ে। রোনাল্ডোর ছেলে বোঝাতে চাইলেন তাঁরা দু’জনে মিলে ‘হ্যাটট্রিক’ করলেন।
৩-০ গোলে জিতেছে আল নাসের। রোনাল্ডো ছাড়াও গোল করেছেন সালেম আল-নাজদি এবং তালিস্কা। লিগে চতুর্থ স্থানে রয়েছে আল নাসের। চার ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। নতুন কোচ স্টেফানো পিয়োলির প্রশিক্ষণে প্রথম ম্যাচেই জয় পেল আল নাসের। লিগ শীর্ষে থাকা আল ইত্তিহাদ তিন ম্যাচের তিনটিই জিতেছে। নতুন কোচ পিয়োলির প্রশিক্ষণে ভাল জায়গায় শেষ করতে চাইছে আল নাসের।
রোনাল্ডো সৌদি আরবের ক্লাবে যাওয়ার পরে লুইস কাস্ত্রোকে নিয়ে তিন জন কোচ বদল করেছে ক্লাব। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পিয়োলিকে। এর আগে এসি মিলানের কোচ ছিলেন। ৫৮ বছরের সেই কোচকে দায়িত্ব দিল আল নাসের। ২০২২ সালে পিয়োলির প্রশিক্ষণে সিরি এ জিতেছিল এসি মিলান। ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারে খেলেছিল পিয়োলির দল। কিন্তু মে মাসে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy