ইরানের এস্তেঘলালের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচ ছিল সৌদি আরবের আল নাসেরের। সেই ম্যাচ খেলতে ইরানে গেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইরানে গেলে শাস্তি পেতে পারতেন রোনাল্ডো। ৯৯ বার চাবুকের বাড়ি খেতে পারতেন তিনি। সেই কারণেই কি ইরানে গেলেন না সিআর৭?
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইরানের পার্সেপোলিসের বিরুদ্ধে খেলতে গিয়েছিলেন রোনাল্ডো। সেখানে এক মহিলা শিল্পীকে জড়িয়ে ধরেছিলেন রোনাল্ডো। ফাতেমে হাম্মামি নামের সেই শিল্পী বিশেষভাবে সক্ষম। তাঁর হাত নেই। ফলে পা দিয়েই ছবি আঁকেন তিনি। ইরানের নিয়মে কোনও বিবাহিত মহিলাকে তাঁর স্বামী বাদে অন্য কোনও পুরুষের জড়িয়ে ধরা অন্যায়। ফলে রোনাল্ডোর বিরুদ্ধে মামলা হয়েছিল।
আরও পড়ুন:
ইরানের কয়েকটি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, রোনাল্ডোকে ৯৯ বার চাবুকের বাড়ি মারা হতে পারে। যদিও ইরানের দূতাবাস জানিয়েছিল, এই ধরনের কোনও শাস্তির নির্দেশ আদালত দেয়নি। হাম্মামি জানিয়েছিলেন, তাঁর বা তাঁর পরিবারের অনুমতি না নিয়েই রোনাল্ডোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁরা কোনও অভিযোগ করেননি। তার পরেও রোনাল্ডো সে দেশে খেলতে গেলেন না। হয়তো বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগালের ফুটবলার।
রোনাল্ডো না থাকায় তার প্রভাব পড়েছে আল নাসেরের খেলায়। এস্তেঘলালের বিরুদ্ধে গোল করতে পারেনি তারা। তবে এটা প্রথম পর্বের খেলা। দ্বিতীয় পর্বের খেলা হবে আল নাসেরের ঘরের মাঠে। সেখানে খেলবেন রোনাল্ডো। ঘরের মাঠে জিতলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে আল নাসের। তার আগে হয়তো কোনও বিতর্কে মনঃসংযোগ হারাতে চাননি রোনাল্ডো। তাই ইরানে যাননি তিনি।