কোচ হিসাবে দায়িত্ব নিয়ে কাফা নেশনস কাপে নজর কেড়েছেন খালিদ জামিল। তাঁর কোচিংয়ে ভারতীয় দল তৃতীয় স্থানে শেষ করেছে। এ বার সামনে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্ব। তার আগে প্রস্তুতি শিবিরের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন খালিদ।
২০ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে প্রস্তুতি শিবির। এই ৩০ ফুটবলার ছাড়াও মোহনবাগান ও এফসি গোয়ার ফুটবলারেরা রয়েছেন। তাঁরা আপাতত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন। তাই তাঁদের নাম ঘোষণা করেননি খালিদ। পরে তাঁদের ডেকে নেওয়া হবে। তা ছাড়া আরও পাঁচ ফুটবলারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন ভারতের অনূর্ধ্ব-২৩ দলের। সেই পাঁচ জনের নাম পরে ঘোষণা করা হবে।
এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ সি-তে শেষ রাউন্ডের খেলা বাকি ভারতের। সিঙ্গাপুরের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচ রয়েছে। ৯ অক্টোবর সিঙ্গাপুর ও ১৪ অক্টোবর গোয়ায় খেলা হবে।
ভারতের দলে চমক সুনীল ছেত্রী। এর আগে কাফা নেশনস কাপে ছিলেন না ভারতের হয়ে সর্বাধিক গোল করা সুনীল। তাঁকে বাদ দেওয়ার পর খালিদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, সুনীল খেলতে চাইলে অবশ্যই তিনি তাঁকে নেবেন। সেটাই দেখা গেল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে। নেশনস কাপে ভারত ভাল খেললেও গোল করতে সমস্যা হয়েছে তাদের। ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিংহেরা ভাল খেললেও গোল করতে পারেননি। সেই কারণেই হয়তো সুনীলকে ডেকেছেন খালিদ। ‘বুড়ো’ ঘোড়ার উপরেই ভরসা করতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
ভারতের ৩০ জনের প্রাথমিক দল:
গোলরক্ষক— অমরিন্দর সিংহ, গুরমীত সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু।
ডিফেন্ডার— আনোয়ার আলি, বিকাশ ইয়ুমনাম, চিংলেনসানা সিংহ, মিংথানমাওয়াইয়া রালতে, মহম্মদ উবেইস, প্রমবীর, রাহুল ভেকে, রিকি মিতেই, রোশন সিংহ।
মিডফিল্ডার— আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিংহ, জিতিন এমএস, লুইস নিকসন, মহেশ সিংহ নাওরেম, মহম্মদ আইমেন, নিখিল প্রভু, সুরেশ সিংহ, ভিবিন মোহনন।
ফরোয়ার্ড— ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিংহ (জুনিয়র), মহম্মদ সনন, মহম্মদ সুহেল, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিংহ।