ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যে সুখবর। আগামী মরসুম থেকে বাড়তে চলেছে প্রতিযোগিতার সংখ্যা। জানা গিয়েছে, তিনটি বড় মাপের প্রতিযোগিতা মিলিয়ে মোট ন’মাস ফুটবল চলবে। ফলে গত দুই মরসুমে বেশি ফুটবল না হওয়ার যে অভিযোগ ছিল, তা অবশেষে মিটতে চলেছে।আইএসএল এবং আই লিগ তো হচ্ছেই। তার সঙ্গে ডুরান্ড কাপও হবে পুরোদমে। ফিরিয়ে আনা হচ্ছে সুপার কাপ, যা দু’বছর চলার পর বন্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আইএসএলের সময়সীমাও বাড়তে চলেছে। এ বার থেকে সপ্তাহান্তের ম্যাচের দিকে বেশি নজর দেওয়া হবে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলি সপ্তাহের শেষের দিকেই ফেলা হবে। দলগুলির সিইও-র কাছে এই মর্মে জানিয়েও দিয়েছেন আয়োজকরা।
এএফসি-র নতুন নিয়মানুযায়ী, তাদের কোনও প্রতিযোগিতায় খেলতে গেলে ক্লাবগুলিকে আট মাসের মধ্যে ২৭টি ম্যাচ খেলতেই হবে। আইএসএলে প্রতিটি দলকে ২০টি করে ম্যাচ খেলতে হয়। ডুরান্ড কাপে অংশগ্রহণ করা গত মরসুম পর্যন্তও বাধ্যতামূলক ছিল না। ফলে ক্লাবগুলির ২৭ ম্যাচের সীমা পূরণ হচ্ছিল না। কিন্তু এ বার তা হতে চলেছে।