১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে বার্সেলোনা কি এক ধাপ এগিয়ে যেতে পারবে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ফুটবলপ্রেমীরা সাক্ষী ছিলেন ছয় গোলের রোমাঞ্চকর দ্বৈরথের। ঘরের মাঠে ইন্টার মিলানের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ৩-৩ ড্র করেছিলেন লামিনে ইয়ামাল-রা। কিন্তু এ বার লড়াই অনেক বেশি কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ, ইন্টারকে তাদের ঘরের মাঠে হারানো অনেকটা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতোই।
শেষ চারের প্রথম পর্বের দ্বৈরথের আকর্ষণের কেন্দ্রে ছিল লামিনে ইয়ামাল-ডেনজ়িল ডামফ্রিস দ্বৈরথ। বার্সা তারকা নিজে গোল করেছিলেন একটি, করিয়েছিলেন দু’টি। জোড়া গোল করেছিলেন ডামফ্রিস। তবে প্রথম পর্বের ম্যাচের আগে বার্সা শিবিরে অস্বস্তি বেড়ে গিয়েছিল চোট পেয়ে রবার্ট লেয়নডস্কি ছিটকে যাওয়ায়। কিন্তু পোলিশ স্ট্রাইকারের অভাব বুঝতে দেননি ইয়ামাল। তাঁর নেতৃত্বেই নাটকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-৩ ড্র করেছিল বার্সা। ম্যাচের পরে ইন্টার ম্যানেজার সিমোন ইনজ়াঘি বলেছিলেন, ‘‘ইয়ামালের মতো ফুটবলার ৫০ বছরে একবারই জন্মায়।’’
মিলানে মঙ্গলবার রাতে দ্বিতীয় পর্বের দ্বৈরথের আগে বার্সা শিবির অনেকটাই চাপমুক্ত। সুস্থ হয়ে উঠেছেন লেয়নডস্কি। লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন পোলিশ স্ট্রাইকার। খেলতে পারেননি কোপা দেল রে ফাইনালেও।
ইন্টার শিবিরে অবশ্য ম্যাচের আগে খুব একটা স্বস্তি নেই। এক দিকে ইয়ামালকে নিয়ে আতঙ্ক। অন্য দিকে চোটের কারণে লাউতারো মার্তিনেস ও বাজাঁমা পাভার খেলা নিয়ে সংশয় বাড়ছে। সাংবাদিক বৈঠকে ইনজ়াঘি বলছেন, ‘‘ইয়ামাল ভয়ঙ্কর। ওকে বল ধরতে দেওয়া চলবে না।’’ এর পরেই যোগ করেছেন, ‘‘আরও একবার অনুশীলনে লাউতারোকে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। পাভা রবিবার স্বাভাবিক ভাবেই অনুশীলন করেছে। দেখা যাক কী হয়।’’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ইন্টার মিলান বনাম বার্সেলোনা (রাত ১২.৩০, সোনি স্পোর্টস নেটওয়ার্কে)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)