Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ATK Mohun Bagan

ATK Mohun Bagan: আইএসএল-এর ইতিহাসে দ্রুততম গোল উইলিয়ামসের, তবু শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র সবুজ-মেরুনের

শেষ মুহূর্তে গোল খেয়ে হায়দরাবাদের বিরুদ্ধে আটকে গেল এটিকে মোহনবাগান। জিতলে আইএসএল লিগতালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল।

গোলের পর উচ্ছ্বাস উইলিয়ামসের। যদিও ম্যাচের শেষে তা থাকল না।

গোলের পর উচ্ছ্বাস উইলিয়ামসের। যদিও ম্যাচের শেষে তা থাকল না। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ২১:৫০
Share: Save:

শেষ মুহূর্তে গোল খেয়ে হায়দরাবাদের বিরুদ্ধে আটকে গেল এটিকে মোহনবাগান। জিতলে আইএসএল লিগতালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে তিনেই থাকল তারা। ড্র করে শীর্ষে চলে গেল হায়দরাবাদ।

হায়দরাবাদের ফুটবলাররা তখনও বোধহয় ঠিক মতো নিজেদের পজিশনও নিতে পারেননি। তার আগেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ডান দিকে নিজেদের মধ্যে পাস দেওয়া নেওয়া করেন রয় কৃষ্ণরা। বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্মীকান্ত কাট্টিমানিকে পরাস্ত করেন ডেভিড উইলিয়ামস। ১২ সেকেন্ডের মাথায় গোল করেন। আইএসএল-এর ইতিহাসে এটিই দ্রুততম গোল। এর আগে জেরি মাওমিংথাঙ্গা ২৩ সেকেন্ডে গোল করেছিলেন।

তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি হায়দরাবাদ এফসি। গোল খাওয়ার পরেই বলেন নিয়ন্ত্রণ রেখেছিল তারা। ১৮ মিনিটের মাথায় সমতা ফেরান বার্তোলোমিউ ওগবেচে। এ ক্ষেত্রে ওগবেচের থেকেও বেশি কৃতিত্ব সবুজ-মেরুন গোলকিপার অমরিন্দর সিংহের। অনিকেত যাদবের নির্বিষ ক্রস ভেসে এসেছিল বক্সে। অমরিন্দর ধরতেই পারলেন না। বল পড়ল ওগবেচের পায়ে। জালে জড়াতে ভুল করেননি নাইজিরীয় স্ট্রাইকার। ২৬ মিনিটের মাথায় ফের ভুল করেছিলেন অমরিন্দর। এ বারও সরাসরি বল চলে গিয়েছিল ওগবেচের পায়ে। তবে তিনি তা কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধ শেষের আগে সংঘর্ষে চোট পেয়েছিলেন কার্ল ম্যাকহিউ। মাঠে তাঁর চিকিৎসা চলায় আট মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। সেটাও ঘটনাবহুল থাকায় অতিরিক্ত সময় গড়ায় ১৫ মিনিটের কাছাকাছি।

দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের চেষ্টায় তেড়েফুঁড়ে ওঠে। হায়দরাবাদ ভালই ডিফেন্স করছিল। কিন্তু এর মাঝেই গোল খেয়ে যায় তারা। উইলিয়ামসের ক্রস বক্সে ভেসে এলে হেড করে গোলে ঢোকান জনি কাউকো। তা আশিস রাইয়ের মাথা ছুঁয়ে যায়। প্রথমে গোলের কৃতিত্ব কাউকোকে দেওয়া হলেও পরে তা বদলে আশিসের আত্মঘাতী গোল হিসাবে ধরা হয়।

শেষ দিকে এসে গোটা দুয়েক ভাল বাঁচান অমরিন্দর। যখন মনে হচ্ছিল হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে আইএসএল-এর শীর্ষে উঠবে সবুজ-মেরুন, তখনই গোল খায় তারা। বক্সে ভেসে আসা ক্রস পেয়ে যান হেভিয়ার সিভেইরো। তিনি গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE