আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়ের পরও খুশি নয় হায়দরাবাদ এফসি শিবির। অন্য দিকে মরিয়া মোহনবাগান শিবিরও। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ সবুজমেরুন ব্রিগেড।
প্রথম লেগের ম্যাচের নিজেদের ভুলেই হারতে হয়েছে, তা মেনে নিচ্ছেন মোহনবাগানের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। পরিবর্ত হিসেবে নামেন তিনি। ম্যাচের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ভুল বোঝাবুঝির জেরে হায়দরাবাদ প্রথম গোল পাওয়ায় হতাশ তিনি। ম্যাকহিলের মতে, পরের দু’টি গোলও হওয়া উচিত ছিল না। এর জন্য মনসংযোগ নষ্ট হওয়াকেই দায়ী করেছেন তিনি।
প্রথম লেগের ম্যাচে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরি। স্প্যানিশ ফুটবলার পরে ম্যাচে খেলতে না পারলে দল ক্ষতিগ্রস্ত হবে বলেই মত ম্যাকহিলের। যদিও তাঁর আশা, খেলতে পারবেন তিরি। ফাইনালে ওঠার জন্য দ্বিতীয় লেগের ম্যাচে ৯০ মিনিটই ভাল খেলতে হবে মোহনবাগানকে, এমনই মনে করছেন ম্যাকহিল। তিনি বলেছেন, ‘প্রথম লেগের ম্যাচের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করতে হবে আমাদের। পরের ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে জিতব। যেটা প্রথম লেগের খেলায় আমরা পারিনি।’’
হায়দরাবাদের গোলমেশিন বার্থোলোমিউ ওগবেচে মনে করেন, তাঁদের খেলার আরও উন্নতি দরকার। নাইজেরিয়ার প্রাক্তন বিশ্বকাপার চান দ্বিতীয় লেগের ম্যাচে আরও দাপুটে জয়। তা হলে ফাইনালে দলের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। প্রথম লেগের ম্যাচে ভাগ্যের সাহায্য কিছুটা পেয়েছেন বলে মেনে নিয়েছেন ওগবেচে। বিশেষ করে পিছিয়ে থাকা অবস্থায় প্রথমার্ধের শেষ দিকে খানিকটা ভাগ্যের জোরেই তাঁরা গোল পেয়েছেন বলে মনে করেন এই স্ট্রাইকার। উল্লেখ্য ওই গোলটি ওগবেচের ১৮তম গোল এবারের প্রতিযোগিতায়। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন সুযোগের উপর নির্ভর করতে নারাজ তিনি।
হায়দরাবাদের নাইজেরিয়ান ফুটবলার বলেছেন, ‘‘প্রথমার্ধে আমরা এক দমই পরিকল্পনা মতো খেলতে পারিনি। আমাদের খেলায় কোচ অত্যন্ত রেগে গিয়েছিলেন। আমরা প্রতিপক্ষকে একটু বেশিই সমীহ করে ফেলেছিলাম। ওদের খেলার স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম।’’ শেষ পর্যন্ত জয়ের ব্যবধানে তিনি খুশি। গোলের কয়েকটি সুযোগ নষ্ট হলেও সে সব খেলার অঙ্গ বলেই মত তাঁর।
প্রথম লেগের ম্যাচে জয় এলেও মোহনবাগানকে হালকা ভাবে নিতে নারাজ ওগবেচে। বলেছেন, ‘‘মনে রাখতে হবে মোহনবাগান প্রতিযোগিতার অন্যতম সেরা দল। তা ছাড়া ওরা মরিয়াও থাকবে। হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। মাটিতে পা রেখে ভাবতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয় লেগেও আমাদের সেরাটাই উজাড় করে দিতে হবে।’’