ডার্বির আগে আবার নতুন ফুটবলার এসসি ইস্টবেঙ্গলে। লাল-হলুদে যোগ দিলেন রাহুল পাসওয়ান। আইএসএল-এ মরসুম শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। এখন গোয়াতেই রয়েছেন রাহুল।
চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগে ছ’গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রাহুল। বিএসএস স্পোর্টিংয়ের হয়ে খেলছিলেন তিনি। কলকাতা লিগে তাঁর ছন্দ দেখে সন্তোষ ট্রফিতে বাংলা দলেও ডাকা হয়। কিন্তু সন্তোষ ট্রফির নক-আউট রাউন্ডের খেলা বাতিল হয়ে গিয়েছে। তবে তার আগে এসসি ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়েছিলেন রাহুল। তাঁকে বাংলা দল থেকে রিলিজ দিতে দেরি করা হয়নি।