Advertisement
২৪ এপ্রিল ২০২৪
la liga

La Liga 2022-23: লা লিগার সূচি প্রকাশিত, কবে খেলতে নামবে রিয়াল-বার্সা

প্রকাশিত হল আগামী মরসুমের লা লিগার সূচি। ১৪ অগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম দিনই মাঠে নামবে ২০টি দল।

রিয়ালের হয়ে আবার মাঠে নামবেন বেঞ্জেমা।

রিয়ালের হয়ে আবার মাঠে নামবেন বেঞ্জেমা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৫:৩০
Share: Save:

স্পেনের ঘরোয়া লিগ লা লিগার আগামী মরসুমের সূচি প্রকাশিত হল। ১৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে মরসুম। প্রথম দিনই মাঠে নামবে লিগের ২০টি দল।

গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে খেলতে যাবে আলমেইরা। অন্য দিকে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে খেলবে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে। আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে গেতাফের। প্রথম দিনের বাকি ম্যাচগুলি হল, কাডিজ বনাম রিয়াল সোসিয়েদাদ, ভায়াদোলিদ বনাম ভিয়ারিয়াল, ওসাসুনা বনাম সেভিয়া, সেল্টা ভিগো বনাম এস্প্যানিয়ল, অ্যাথলেটিক ক্লাব বনাম মায়োর্কা, ভ্যালেন্সিয়া বনাম জিরোনা ও রিয়াল বেটিস বনাম এলচে।

আগামী মরসুমে প্রথম এল ক্লাসিকো হবে সান্তিয়াগো বের্নাবাউতে। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তাদের মুখোমুখি হবে বার্সা। গত বারের দু’টি এল ক্লাসিকোতে একটি করে ম্যাচ জিতেছিল রিয়াল ও বার্সা। দু’দলই নিজেদের ঘরের মাঠে হেরেছিল। এ বার ঘরের মাঠে এল ক্লাসিকো জিততে চাইছে গত বারের লা লিগা চ্যাম্পিয়নরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

la liga real madrid barcelona Fixture
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE