দু’সপ্তাহ পর মাঠে ফিরেই গোল লিয়োনেল মেসির। গোল করালেন। গোল করলেন। জেতালেন ইন্টার মায়ামিকেও। ৪৫ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমেও দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।
চোটের জন্য দু’সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। মেজর লিগ সকারে গত বারের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিরুদ্ধে চেনা মেজাজেই দেখা গেল তাঁকে। মেসির দাপটে মায়ামি জয় পেল ৩-১ ব্যবধানে। ঘরের মাঠে মায়ামি কোচ হ্যাভিয়ের মাসচেরানো দ্বিতীয়ার্ধে নামান মেসিকে। তার আগেই ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি।
মেসি মাঠে নামার পর অবশ্য সমতায় ফেরে গ্যালাক্সি। ৫৯ মিনিটে গোল করেন জোসেফ পেন্টসিল। এর পর আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেন মেসিরা। তবে দ্বিতীয় গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পান মেসি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান এলএম টেন। এর পর ৮৯ মিনিটে গোল করান সতীর্থ লুই সুয়ারেজকে দিয়ে। ব্যাক হিলে গোলের বল সাজিয়ে দেন আর্জেন্টিনার অধিনায়ক। এই নিয়ে এ বারের মেজর লিগ সকারে ১৩তম জয় পেল মায়ামি।
আরও পড়ুন:
গত ২ অগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান মেসি। ম্যাচের ১১ মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে। চোটের জন্য খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটো ম্যাচ।