গোল পেলেন না লিয়োনেল মেসি। জিততে পারল না তাঁর ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির বিরুদ্ধে ১-১ গোলে শেষ হল মায়ামির ম্যাচ।
টানা তিন ম্যাচে গোল করার পর শনিবার গোল পেলেন না মেসি। গোল করতে না পারলেও টরন্টোর বিরুদ্ধে গোলে বেশ কিছু ভাল সুযোগ তৈরি করে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। কাজে লাগাতে পারেননি তাঁর সতীর্থেরা। মেসির গোল না পাওয়ার অন্যতম প্রধান কারণ টরন্টোর গোলরক্ষক শন জনসন। গোটা ম্যাচে বেশ কয়েক বার দলের পতন রুখেছেন তিনি। শুধু মেসিরই চারটি শট আটকে দিয়েছেন জনসন। মেসিরা ৬০ শতাংশের বেশি বলের দখল নিজেদের পায়ে রেখেও ম্যাচ বের করতে পারেননি জনসনের জন্যই।
প্রথমার্ধের ইনজুরি টাইমে মায়ামিকে এগিয়ে দেন তাদেয়ো অ্যালেন্ডে। জর্দি আলবার ক্রশে হেড দিয়ে দলকে এগিয়ে দেন তিনি। প্রধমার্ধের এগিয়ে থেকে মাঠ ছাড়েন মেসিরা। তবে তাঁদের এই স্বস্তি দীর্ঘ স্থায়ী হয়নি। ৬০ মিনিটে টরন্টোর হয়ে সমতা ফেরান দোরদে মিহাইলোভিচ। ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণ তৈরি করলেও গোল করতে পারেননি মায়ামির ফুটবলারেরা।
আরও পড়ুন:
টরন্টোর বিরুদ্ধে ড্রয়ের পর এমএলএসের পয়েন্ট টেবলে চতুর্থ স্থানে রয়েছেন মেসিরা। ৩০টি ম্যাচে তাঁদের পয়েন্ট ৫৬। প্রথম তিনে থাকা দলগুলির অবশ্য মায়ামির থেকে বেশি ম্যাচ খেলেছে। ২৩ ম্যাচে ২৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে রয়েছেন মেসি।