ইপিএল
ব্রেন্টফোর্ড ০ ম্যান সিটি ১
এভার্টন ২ ক্রিস্টাল প্যালেস ১
রবিবার ইপিএলে হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। শেষ মুহূর্তের গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-১ হারিয়ে জিতল এভার্টন। আর শেষ মুহূর্তের গোলে (৯০+৩ মিনিট) নায়ক হয়ে থাকলেন জ্যাক গ্রিলিশ। অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ১-০ হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। একমাত্র গোলদাতা আর্লিং হালান্ড।
ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করেন আর্লিং হালান্ড। প্রায় মাঝমাঠ থেকে বাড়ানো একটি বল ধরে ব্রেন্টফোর্ডের সেপ ভান ডেন বার্গকে সঙ্গে নিয়ে গোল করেন হালান্ড। সেই গোল নিয়ে সমাজমাধ্যমে চর্চা অব্যাহত। তবে কয়েক মিনিট পরে সিটির সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে দেন রদ্রি। ডান পায়ে হাত দিয়ে মাঠে বসে পড়েন। মনে করা হচ্ছে, তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। জয়ের ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবলে পঞ্চম স্থানে উঠে এল ম্যান সিটি। পাশাপাশি ম্যান সিটির ম্যানেজার হিসেবে ২৫০তম ম্যাচ জিতলেন পেপ গুয়ার্দিওলা।
এ দিকে ক্রিস্টাল প্যালেসের টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকার তকমা ঘোচালেন জ্যাক গ্রিলিশ। তবে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল এভার্টন। ৩৭ মিনিটে ক্রিস্টালকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ়। ফের এগিয়ে যেতে পারত ক্রিস্টাল প্যালেস। কিন্তু স্ট্রাইকার জাঁ ফিলিপে মাতেতার বল গোললাইন থেকে বার করে দেন এভার্টনের ফুটবলাররা। কাছ থেকে নেওয়া আর একটি শটও গোলে রাখতে পারেননি তিনি। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইলিমান এনদিয়ায়ে। দুই দলই এর পরে জয়ের মরিয়া চেষ্টা করে। কিন্তু শেষ হাসি হাসে এভার্টন।
সমর্থকদের উচ্ছ্বাসে মাতার সুযোগ করে দেন ম্যাঞ্চেস্টার সিটি থেকে এভার্টনে যোগ দেওয়া জ্যাক গ্রিলিশ। ম্যাচের পরে উচ্ছ্বসিত এভার্টনের ম্যানেজার ডেভিড মোয়েস বলেছেন, “প্রথমার্ধে আমরা একেবারেই ভাল খেলতে পারিনি। কিন্তু আমরা চাপের মুখে ভেঙে পড়িনি। দ্বিতীয়ার্ধে নিজেদের খেলায় উন্নতি ঘটিয়েছি।” তাঁর সংযোজন, “ক্রিস্টাল প্যালেস ১৯ ম্যাচে অপরাজিত ছিল। সেই তকমা ঘোচাতে পেরে আরও ভাল লাগছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)